This Article is From May 06, 2019

CBSE Class 10 Result: রেকর্ড সময়ে ফলপ্রকাশ, দশম শ্রেণির পাসের হার ৯১.১০%

Central Class 10- এই বছর সিবিএসই (CBSE) দশম শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার ৩৮ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করছে।

CBSE Class 10 Result: রেকর্ড সময়ে ফলপ্রকাশ, দশম শ্রেণির পাসের হার ৯১.১০%

CBSE দশম শ্রেণির ফলাফল প্রকাশ করল আজ

নিউ দিল্লি:

সিবিএসই আজ দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। সিবিএসই-র মুখপাত্র রামা শর্মা জানিয়েছেন, “সিবিএসই দশম শ্রেণির ফলাফল আজই প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীরা দশম শ্রেণির ফলাফল বেলা ৩ টের পর জানতে পারবেন।” সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ফলাফলের আনুষ্ঠানিক পোর্টাল cbseresults.nic.in বা cbseresutls.nic.in এ পাওয়া যাবে। ফেব্রুয়ারি মার্চ মাসের এই পরীক্ষায় ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী তাঁদের ফলাফল জানতে পারবেন আজ। এই বছর, Central Board of Secondary Education বা সিবিএসই (CBSE) দশম শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার ৩৮ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করছে। ২৯ মার্চ সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়। গত বছর পরীক্ষা শেষের ৫৫ দিন পর ফলাফল ঘোষণা করা হয়েছিল। পরীক্ষার জন্য ১৭৭৪২৯৯ জন রেজিস্ট্রেশন করান, যার মধ্যে ১৭৬১০৭৮ জন পরীক্ষা দেন এবং ১৬০৪৪২৮ জন উত্তীর্ণ হন। পাসের হার ৯১.১০%।পরীক্ষার জন্য ১৭৭৪২৯৯ জন রেজিস্ট্রেশন করান, যার মধ্যে ১৭৬১০৭৮ জন পরীক্ষা দেন এবং ১৬০৪৪২৮ জন উত্তীর্ণ হন। পাসের হার ৯১.১০%।

এইবারেও পাসের হারে ছেলেদের হারাল মেয়েরা। ছাত্রীদের পাসের হার ৯২.৪৫%, ছাত্রদের ৯০.১৪%। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়েছেন এমন পড়ুয়ার সংখ্যা ১৩ জন। এই বছর সিবিএসই ২৮ দিনের রেকর্ড সময়ে দ্বাদশ শ্রেণির ফলাফলও ঘোষণা করেছে। গত বছর পরীক্ষা শেষের ৪২ দিনের মাথায় ফল প্রকাশ হয়। ত্রিবান্দ্রম (৯৯.৮৫%), চেন্নাই (৯৯%), আজমের (৯৫.৮৯%) হল পাসের হারে শীর্ষ তিনটি অঞ্চল।

পরীক্ষার্থীরা সরাসরি Google-এর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। ফলাফলের ফর্ম গুগল হোমপেজেই পাওয়া যায়। পরীক্ষার্থীরা ‘সিবিএসই ফলাফল' ‘সিবিএসই ক্লাস ১০ ফলাফল', ‘সিবিএসই দশম শ্রেণির ফলাফল' লিখেই গুগলে অনুসন্ধান করতে পারেন। ফলাফল ঘোষিত হওয়ার পর, সিবিএসই ছাত্রছাত্রীদের জন্য সিবিএসই কর্তৃক প্রতিষ্ঠিত ডিজিলকার অ্যাকাউন্টে পরীক্ষার রেজাল্ট এবং অন্যান্য শংসাপত্র প্রকাশ করবে।

বোর্ড ২ মে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করে। ৮৩.৪০ শতাংশ শিক্ষার্থী তাতে উত্তীর্ণ হয়েছেন। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে শীর্ষস্থানে রয়েছেন দুই ছাত্রী। দশম শ্রেণির ক্ষেত্রে নম্বরের শতাংশের পরিবর্তে সিবিএসই শিক্ষার্থীদের গ্রেড দেয়। পরীক্ষার্থীরা অফিসিয়াল সিবিএসই ওয়েবসাইট থেকে গ্রেড জানতে পারবেন।

২০১৮ সালে ২৯ মে সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশ করে। গত বছর, ৮৬.৭০ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়। ২০১৭ সালে ৯০.৯৫ শতাংশ পড়ুয়া পাস করে।

.