Read in English
This Article is From May 26, 2018

সিবিএসই দ্বাদশশ্রেণির ফলাফল:- cbseresults.nic.in / cbse.nic.in এ প্রকাশিত

সিবিএসই’র সরকারি ওয়েবসাইটে আজ দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করা হবে

Advertisement
অল ইন্ডিয়া

সিবিএসই দ্বাদশ শ্রেণীর রেজাল্ট শীঘ্রই @ cbseresults.nic.in এবং cbse.nic.in

সিবিএসই’র সরকারি ওয়েবসাইটে আজ দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করা হবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সিবিএসই’র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হওয়ার কথা আজ দুপুরের দিকে। ফল জানার জন্য একাধিক মাধ্যমের ব্যবস্থা করে দিয়েছে বোর্ড। যার মধ্যে রয়েছে- রেজাল্ট ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, গুগল সার্চ ইত্যাদি। সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষাটি দেশে বিদেশে শুরু হয়েছিল 5 মার্চ থেকে। তা চলে 27 এপ্রিল পর্যন্ত। ফল জানতে পারা যাবে cbseresults.nic.in এবং cbse.nic.in এ।

উত্তরাখন্ড বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষারও ফলাফল প্রকাশিত হবে আজ।

সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা আগামী সপ্তাহে। 
11,86,306 পরীক্ষার্থী এই বছর সিবিএসই’র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল।
 

CBSE Class 12 Results 2018: Live Updates

 
CBSE Class 12 Results 2018 @ Cbseresults.nic.in and Cbse.nic.in

Advertisement
সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল 2018: সরাসরি আপডেট: 25 মে, 2018,  সকাল 9:40:- এসএমএসের মাধ্যমেও সিবিএসই’র ফল জানা যেতে পারে।
 Class 12 < rollno > < sch no > < center no > লিখে 7738299899 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

 
25 মে, 2018, সকাল 8:40:- সিবিএসই বোর্ড ডিজিটাল মার্কশিটটি প্রদান করবে ডিজিটালে। তা পেতে গেলে যেতে হবে এই ঠিকানায়:- https.//clictilocker gov.in।

Advertisement
25 মে, 2018, সকাল 7:50:- গত বছরের মতো এই বছরেও সিবিএসই বোর্ড তাদের ইন্টারনেটে ফল প্রকাশ করবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সহায়তায়। যা, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার বিভাগের অন্তর্গত। 

 
 
25 মে, 2018, সকাল 7:40:- সিবিএসইর ফল সম্বন্ধে আরও জানতে এখানে ক্লিক করুন। (Click here )

Advertisement
25 মে, 2018, সকাল 7:38:- ছাত্রছাত্রীরা তাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে উমঙ্গ অ্যাপের সাহায্যেও এই ফল জানতে পারবে।  
 


May 25, 2018 7:30 am: After the results are declared the board will start post results counselling soon.

Advertisement
May 25, 2018 7:30 am: CBSE Class 12 results will be released soon. Check for more updates here.
 
All the best from NDTV Education Team
 
Advertisement