CBSE Class 12 results: শীর্ষ তিনটি অঞ্চল হল ত্রিভান্ড্রুম, চেন্নাই ও দিল্লী
হাইলাইটস
- The first three toppers are girls, and have scored 499, 498 and 497
- Overall pass percentage is 83.01, up 1 per cent from last year
- Top 3 regions are Trivandrum, Chennai and Delhi
নিউ দিল্লী:
মাসখানেকের অপেক্ষার অবসান। সিবিএসই’র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল। সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশের মেঘনা শ্রীবাস্তব। 500’এর মধ্যে সে পেয়েছে 499 নম্বর।
দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে অনুষ্কা চন্দ্র। সর্বোচ্চ স্থানাধিকারীর থেকে মাত্র এক নম্বর পিছিয়ে সে। 500’তে তার নম্বর 498। সেও উত্তরপ্রদেশের। তৃতীয় স্থানে রয়েছে রাজস্থানের চাহত বোধরাজ। পেয়েছে 497 নম্বর।
এই বছর পাসের সামগ্রিক হারের নিরিখে মেয়েরা অনেক পিছনে ফেলে দিয়েছে ছেলেদের। মেয়েদের পাসের হার 88.31 শতাংশ। সেই জায়গায় ছেলেদের পাসের হার 78.09 শতাংশ।
ফল প্রকাশিত হয়েছে সিবিএসই’র সরকারি ওয়েবসাইটে। cbseresults.nic.in এবং cbse.nic.in-এ।
এই বছর সিবিএসই’র ফল google.com-এ গুগল সার্চ করেও জানতে পারা যাবে।
এছাড়া, উমঙ্গ অ্যাপ অথবা এসএমএসের মাধ্যমেও জানতে পারা যাবে ফল।
সিবিএসই পরীক্ষা এই বছর শেষ হওয়ার কথা ছিল 13 এপ্রিলের শারীরশিক্ষার পরীক্ষার মাধ্যমে। যদিও, ভারত বনধের জন্য সেই পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় সমগ্র পরীক্ষা শেষ হয় 27 এপ্রিলে। এছাড়া, দেশের কয়েকটি প্রান্ত থেকে দ্বাদশ শ্রেণির অর্থনীতির পেপার এবং দশম শ্রেণির অঙ্কের পেপার ফাঁস হয়ে যাওয়ার খবর আসায়, বোর্ড ওই দুটি পরীক্ষাও পুনরায় গ্রহণ করার ব্যবস্থা করে।
সিবিএসই’র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা পুনরায় গ্রহণ করা হয় 25 এপ্রিল।
11.86 লক্ষ পরীক্ষার্থী এই বছর সিবিএসই’র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিল। দেশের 4138টি এবং বিদেশের 71টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়।