সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বোর্ড জানিয়েছে, এই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শীর্ষ স্থান দখলে রেখেছেন এবার দুই ছাত্রী। যুগ্মভাবে প্রথম ওই দুই ছাত্রীয় সারা দেশের সেরা। ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই পরীক্ষা। সারা দেশের মোট ১৩ লাখ শিক্ষার্থী এবছরের পরীক্ষা দিয়েছেন। মেয়েদের পাসের হার এবার ৮৮.৭০%।
হংশিকা শুক্লা এবং করিশ্মা অরোরা এই পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হয়েছেন। তাঁরা দুজনেই মোট ৫০০ নম্বরের পরীক্ষায় ৪৯৯ পেয়েছেন। এই পরীক্ষার ফলাফল বোর্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইট এবং ফলাফলের অফিশিয়াল পোর্টাল, cbseresults.nic.in এ পাওয়া যাচ্ছে।
"ছোট পোশাক পরেছে, ওদের ধর্ষণ করুন"! গুরগাঁওয়ের মলে ফতোয়া এক মহিলার, দেখুন ভিডিও
তিনজন পরীক্ষার্থী ৫০০ নম্বরের মধ্যে ৪৯৮ নম্বর পেয়ে সারা দেশে দ্বিতীয় স্থানের রয়েছেন। তাঁরা হলেন, ঋষিকেশের গৌরাঙ্গী চাওলা, রাইবরেলি থেকে ঐশ্বর্য এবং হরিয়ানার জিন্দের ভাব্যা। তৃতীয় স্থানে রয়েছেন মোট ১৮ জন, যাঁদের মধ্যে রয়েছেন দিল্লির দুই পড়ুয়া নীরজ জিন্দাল ও মেহেক তলওয়ার।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে বলেছেন, “সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ ১০ লক্ষ শিক্ষার্থীকে অভিনন্দন এবং যারা এইবারে পাস করতে পারেননি, তাঁদের আগামীর জন্যও অনেক শুভকামনা, এইবার হয়নি কিন্তু পরবর্তী প্রয়াসে হবে।”
কেন্দ্রীয় সরকার পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে এবার সাফল্যের হার ৯৮.৫৪ শতাংশ এবং জওহর নবোদয় বিদ্যালয়গুলির সাফল্য অর্জনের হার ৯৬.৬২%। CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলে এবার ত্রিবান্দ্রম থেকে সবথেকে ভালো ফলফল দেখা যাচ্ছে, সেখানে ৯৮.২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। চেন্নাইয়ে পাসের হার ৯২.৯৩%, এবং দিল্লি অঞ্চলে পাসের হার ৯১.৮৭ শতাংশ।
ফুঁসছে ফেনি, ক্ষয়ক্ষতি এড়াতে ৪৩টি ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল
পরীক্ষা শেষ হওয়ার ২৮ দিনের মধ্যেই এবছর ফলাফল ঘোষণা করা হল। এই বছর গতবারের তুলনায় আগেই পরীক্ষা শুরু হয়েছিল।
সাধারণত মে মাসের তৃতীয় সপ্তাহে ঘোষণা করা হয় এই পরীক্ষার ফলাফল। কিন্তু এবারে তা নির্ধারিত সময়ের আগেই ঘোষণা করা হল।
সরাসরি লিংকে ক্লিক করে জেনে নিন নিজের রেজাল্ট Here