This Article is From Apr 01, 2020

করোনা পরিস্থিতিতে প্রথম থেকে অষ্টম শ্রেণির সব পড়ুয়াকে পরীক্ষা ছাড়াই পাশ করানোর সিদ্ধান্ত সিবিএসই-র

বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘‘প্রথম থেকে অষ্টম শ্রেণিক সমস্ত পড়ুয়াকে পরের শ্রেণি/গ্রেডে উত্তীর্ণ করে দেওয়া হবে।’’

করোনা পরিস্থিতিতে প্রথম থেকে অষ্টম শ্রেণির সব পড়ুয়াকে পরীক্ষা ছাড়াই পাশ করানোর সিদ্ধান্ত সিবিএসই-র

নিঃসন্দেহে বুধবারের ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল লক্ষ লক্ষ পড়ুয়া।

হাইলাইটস

  • পাশ করানো হবে সিবিএসই-র প্রথম থেকে অষ্টম শ্রেণির সব পড়ুয়াকে
  • শিক্ষা মন্ত্রকের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত
  • বুধবারের ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল লক্ষ লক্ষ পড়ুয়া
নয়াদিল্লি:

পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেওয়া হবে সিবিএসই-র (CBSE) প্রথম থেকে অষ্টম শ্রেণির সব পড়ুয়াকে। শিক্ষা মন্ত্রকের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নিল সিবিএসই তথা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। নবম ও একাদশ শ্রেণির ক্ষেত্রে প্রোজেক্ট, পিরিয়ডিক টেস্ট, টার্ম এগজ্যাম ইত্যাদি খতিয়ে দেখে পাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এক বিবৃতিতে বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘‘প্রথম থেকে অষ্টম শ্রেণিক সমস্ত পড়ুয়াকে পরের শ্রেণি/গ্রেডে উত্তীর্ণ করে দেওয়া হবে। এনসিইআরটির সঙ্গে আলোচনা করে এই নির্দেশিকা জারি করা হল।''
এর আগে এদিনই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখলিয়াল ‘নিশাঙ্ক' টুইট করে জানান তিনি সিবিএসই-কে পরামর্শ দিয়েছেন সমস্ত প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াকে পরবর্তী শ্রেণি/ গ্রেডে উত্তীর্ণ করিয়ে দিতে। 
তিনি আরও বলেন, যে পড়ুয়াদের এবার পাশ করানো হবে না, তারা স্কুলের টেস্টে বসতে পারবে অনলাইন বা অফলাইনে।

পুলিশে অভিযোগ দায়ের হওয়া মুসলিম ধর্মগুরু নিখোঁজ

সারা দেশে ছড়িয়ে থাকা পড়ুয়া ও তাদের অভিভাবকরা অপেক্ষায় ছিল এমনই কোনও নির্দেশের। এরই মধ্যে বহু রাজ্য ও রাজ্য বোর্ড ঘোষণা করে দিয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে। কিন্তু সিবিএসই পড়ুয়াদের ক্ষেত্রে এতদিন পর্যন্ত কোনও ঘোষণা দেখা যায়নি।

দিল্লির মসজিদে যোগদানকারীদের মধ্যে ১৩৪ জন করোনা আক্রান্ত: ১০টি তথ্য

এর আগে এই বিষয়ে সিবিএসই-র মুখপাত্র জানিয়েছিলেন, তাঁরা এমন কোনও সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট রাজ্যগুলির শিক্ষা অধিদফতর সিদ্ধান্ত নেওয়ার পরই।

নিঃসন্দেহে বুধবারের ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল লক্ষ লক্ষ পড়ুয়া।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশজুড়ে সব কিছু স্থির হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৫ মার্চ দেশব্যাপী লকডাউনের কথা ঘোষণা করেন। অন্য সব কিছুর বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলও। পিছিয়ে গিয়েছে পরীক্ষাও।

.