সকাল ৬.৩০ নাগাদ নৌসেরা সেক্টরে গুলি চালায় পাকিস্তান। (প্রতীকি ছবি)
জম্মু: শনিবার ফের যুদ্ধবিরতিচুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। প্রতিরক্ষাবিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরি সেক্টরে এদিন, মর্টার এবং ছোটো অস্ত্রের মাধ্যমে গুলি চালায় পাকিস্তান। ফলে এক সেনা জওয়ানের মৃত্যু হয়। দুদিন আগেই পাকিস্তানের তরফে অভিযোগ করা হয়, ভারতীয় সেনাবিহনীর গুলিতে তাদের চারদন সেনাজওয়ানের মৃত্যু হয়েছে। ওই মুখপাত্র জানান, রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে, দেহরাদুনের বাসিন্দা ল্যান্সনায়েক সন্দীপ থাপা, পাকিস্তানের গুলিতে মারাত্মকভাবে জখম হন। তিনি আরও জানিয়েছেন, সকাল ৬.৩০ নাগাদ কোনও প্ররোচনা ছাড়া, আচমকাই গুলি চালাতে শুরু করে সেনাবাহিনী, সীমান্তে থাকা ভারতীয় বাহিনী তার যোগ্য জবাব দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, দু তরফেই গুলি বর্ষণ অব্যাহত ছিল বলে জানিয়েছেন তিনি। তবে ভারতীয় বাহিনীর জবাবে, পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গতমাসে, পাকিস্তানের ছোঁড়া গুলিতে, দুই সেনা জওয়ান এবং ১০ বছরের একটি বাচ্চার মৃত্যু হয় এবং বহু সাধারণ মানুষ আহত হন।