কলকাতা: চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে কোনওভাবে জড়িত রাজ্যের এমন ন'জন অভিযুক্তের বাসস্থানে বৃহস্পতিবার তল্লাশি চালাল সিবিআই। এর আগে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০১৭ সালে মে মাসে এই অভিযুক্তদের নামে মামলা দায়ের করে সরকারি এই গোয়েন্দা সংস্থা। ২০১৪ সালে শীর্ষ আদালত সিবিআইকে জানায়, চিটফান্ড কেলেঙ্কারি সংক্রান্ত সব তথ্য রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের কাছ থেকে নিতে।
ফিরে আসার দু'দিনের মধ্যেই ফের সিবিআই অধিকর্তার পদ থেকে সরে গেলেন অলোক বর্মা
গত ২০ ডিসেম্বর প্রখ্যাত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে আইকোর গ্রুপ সংক্রান্ত একটি মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে সিবিআই।
শেষমেশ পদ খোয়ালেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল
তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার ও ব্যক্তিগত অ্যাকাউন্টে চিটফান্ডের একটি বৃহৎ অংশ নিয়েছিলেন তিনি।
দেখুন ভিডিও: