২০১৭ সালে মুকুল বিজেপিতে যোগ দেন।
কলকাতা: নারদ মামলায় (Narada Scam) আইপিএস এসএমএইচ মির্জাকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। তিনিই নারদ মামলায় প্রথম গ্রেফতার। শুক্রবার বিজেপি নেতা মুকুল রায়কে (Mukul Roy) তলব করেছে সিবিআই। নারদ মামলায় অভিযুক্ত ১৪ জনের মধ্যে প্রথম অভিযুক্ত গ্রেফতার হওয়ার পর স্বাভাবিক ভাবেই প্রশ্নটা উঠে গিয়েছিল। এরপর কী? বলা যায়, এরপর কে? এরপরই জানা যায় এবার মুকুল রায়কে তলব করেছে সিবিআই। ২০১৬ সালের মার্চে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া স্টিং অপারেশনের ভিডিওয় যে সাত জন তৃণমূল নেতাকে দেখা গিয়েছিল, মুকুল ছিলেন তাঁদের অন্যতম। যদিও পরে ২০১৭ সালে মুকুল বিজেপিতে যোগ দেন।
নারদ মামলায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে আইপিএস এসএমএইচ মির্জা
নারদ নিউজ পোর্টালের হয়ে ওই স্টিং অপারেশন চালান ম্যাথু স্যামুয়েলস। ওই টেপে মুকুল রায়কে অবশ্য সরাসরি টাকা নিতে দেখা যায়নি। যেমনটা অন্য নেতাদের ক্ষেত্রে দেখা গিয়েছিল। তবে তাঁকে ম্যাথু স্যামুয়েলকে বলতে শোনা গিয়েছিল গ্রেফতার হওয়া পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করতে।
শুক্রবার সে বিষয়ে সরাসরি মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআইয়ের। আপাতত প্রশ্ন হল, মুকুল কি সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে সিবিআই দফতরে যাবেন?
মির্জার গ্রেফতারিতে কৌশলী তৃণমূল, সরব বিরোধীরা
এদিকে রাজীব কুমারের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিবিআই। কুমারের জামিনের আবেদনের শুনানি হবে আদালতে।
দেখুন ভিডিও