Read in English
This Article is From Oct 04, 2018

জ্বালানি তেলের দাম 2.50 টাকা কমালো কেন্দ্র, 10টি তথ্য

Advertisement
অল ইন্ডিয়া

Since August 16, petrol prices have risen to reach a record high.

জ্বালানি তেলে 1.50 টাকা করে শুল্ক কমানোর কথা ঘোষণা করে আমজনতাকে আজ কিছুটা স্বস্তি দিলেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তেল কম্পানিগুলি সেইমতো দাম কমাবে। রাজ্যগুলিকেও এই কাটছাঁটের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার অনুরোধ করেছেন জেটলি। এতে 5 টাকা করে তেলের দাম কমবে বলে। যদিও তাঁর এই পদক্ষেপকে ব্যান্ড এইড বলে কটাক্ষ করেছে কংগ্রেস।

10টি তথ্য:

  1.  অরুণ জেটলি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ভীষণই অনিশ্চিত। ইরানে কী হবে তা নিযে কোনও নিশ্চযতা নেই।

  2. বিরোধী দলগুলির জেটলি উদ্দেশে বলেন, জ্বালানি তেল নিযে এবার সিদ্ধান্ত নিক রাজ্যগুলি। এক্ষেত্রে আমি হত্সক্ষেপ করব না। রাজ্যগুলি বিশেষ করে যারা তেলের দাম নিয়ে কথা বলছিলেন এবার তাঁদের পরীক্ষা।

  3. কলকাতায় পেট্রলের দাম লিটারে 84.68 টাকা, ডিজেলের দাম 75.97 টাকা। মুম্বইয়ে লিটারে পেট্রলের দাম 91.34 টাকা, দিল্লিতে 80.1, চেন্নাইয়ে 87.33 টাকা।

  4. কংগ্রেসের মতে, ভোটের আগে জনতার অসন্তোষের দিকে লক্ষ্য রেখে এটা কংগ্রেসের প্যানিক রিঅ্যাকশন।

  5. BJP শাসিত উত্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, ছত্তিশগড়, অসম ও ত্রিপুরা সরকার ইতিমধ্যেই পেট্রল ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করেছে।

  6. Advertisement
  7. তেলের দাম কমানো নিয়ে কোনও পরামর্শর প্রয়োজন নেই বলে জানিয়েছে কংগ্রেস। 

  8. তেলের দাম চড়িচড়িয়ে বাড়তে থাকায় বিরোধী নেতাদের এনিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা গেছে। এমনকী সেপ্টেম্বরে দেশজুড়ে বনধে সামিল হয 20টি বিরোধী দল।

  9. দেশের জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দামের সঙ্গে সম্পর্কিত।

  10. বৃহস্পতিবার রেকর্ড পতন হয় ডলারের সাপেক্ষে টাকা দামে।

  11. অগাস্ট থেকে জ্বালানি তেলের শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন বিরোধী দল শিল্প সংগঠনগুলি।

Advertisement