This Article is From Nov 13, 2018

কেন্দ্র সাবোতাজ করল বিএসএনএলকে, দাবি ট্রেড ইউনিয়নের

কেন্দ্রীয় সরকার সাবোতাজ করল বিএসএনএলকে। মঙ্গলবার এই কথা জানাল সংস্থাটির ট্রেড ইউনিয়ন।

কেন্দ্র সাবোতাজ করল বিএসএনএলকে, দাবি ট্রেড ইউনিয়নের

১৮ বছর আগেই বিএসএনএল একটি সংস্থা হিসেবে পরিগণিত হতে শুরু করে

কলকাতা:

কেন্দ্রীয় সরকার সাবোতাজ করল বিএসএনএলকে। মঙ্গলবার এই কথা জানাল সংস্থাটির ট্রেড ইউনিয়ন। টেলিকম মার্কেটের প্রচণ্ড প্রতিযোগিতার সঙ্গে লড়াই করার জন্য সরকারের কাছে ফোর জি পরিষেবা দেওয়ার দাবি তুলেছিল বিএসএনএল।  প্রতিবাদস্বরূপ আগামীকাল ১৪ নভেম্বর বিএসএনএল কর্মীরা গোটা দেশজুড়ে মিছিল বের করবেন। বিএসএনএলের পশ্চিমবঙ্গ শাখার আহ্বায়ক অনিমেষ মিত্র এই কথা জানান।

তিনি বলেন, "বিজেপি ক্ষমতায় আসার ১৮ বছর আগেই বিএসএনএল একটি সংস্থা হিসেবে পরিগণিত হতে শুরু করে। তখন থেকেই কোনও কেন্দ্রীয় সরকারই এই সংস্থার উন্নতিকরণের জন্য তেমন কিছুই করেননি। কেবল সাবোতাজই করে গিয়েছেন"। ট্রেড ইউনিয়নের নেতা তাপস ঘোষ বলেন, " বিএসএনএলের আধুনিকীকরণ করা সম্ভব হচ্ছে না ফোর জি স্পেকট্রাম এবং উপযুক্ত তহবিল না থাকার কারণে। ২০১৩ সালে যে ৮,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল, তাও আমাদের ফেরত দেয়নি সরকার"।

 

তাপস ঘোষ জানান, ওই অর্থ থেকে ২,০০০ কোটি টাকা কেটে নিয়েছিল সরকার সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনসন দেওয়ার নাম করে।

.