This Article is From Nov 12, 2018

রাফাল চুক্তি সংক্রান্ত সব তথ্য সিল করা খামে শীর্ষ আদালতে জমা দিল কেন্দ্র

রাফাল চুক্তি নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্কের মধ্যেই আজ কেন্দ্র সুপ্রিম কোর্টে একটি সিল করা কভারের মধ্যে রাফাল সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল।

যে কোনও আবহাওয়ায়, প্রতিকূল বা অনুকূল, সমানভাবে কার্যকরী রাফাল যুদ্ধবিমান।

রাফাল চুক্তি নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্কের মধ্যেই আজ কেন্দ্র সুপ্রিম কোর্টে একটি সিল করা কভারের মধ্যে রাফাল সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল। প্রসঙ্গত, রাফাল চুক্তি নিয়ে সমস্ত অর্থ সংক্রান্ত তথ্য জানতে চেয়ে দেশের শীর্ষ আদালতে পিটিশন জমা দিয়েছিলেন কয়েকজন মামলাকারী। ফ্রান্সের দাসোঁর কাছ থেকে ৩৬'টি রাফাল বিমান কিনতে খরচ পড়েছে ৫৯,০০০ কোটি টাকা। সুপ্রিম কোর্ট জানায়, এই মামলাটি নিয়ে আলোচনা হবে আগামী বুধবার। সরকারের জমা দেওয়া তথ্যপঞ্জি থেকে জানা যাচ্ছে রাফাল জেট নিয়ে ভারতের চুক্তিকারী দলটি ৪ অগস্ট, ২০১৬ সালে রিপোর্ট জমা দিয়েছিল। অর্থ ও আইন মন্ত্রক ওই চুক্তিটিকে অনুমোদন দেয় ২৪ অগস্ট, ২০১৬'তে। 

অলোক বর্মার বিরুদ্ধে তদন্ত চালিয়ে মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল সিভিসি

ওই তথ্যপঞ্জির শিরোনাম 'রাফাল বিমান কেনার প্রতিটি ধাপ সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য'। যা কংগ্রেসের আমলে প্রথম দিনের আলো দেখে ২০১৩ সালে। 

গত ২ নভেম্বর রাফাল চুক্তি সম্পর্কিত সব তথ্য কেন্দ্রকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 

.