This Article is From Jan 27, 2020

বেসরকারি হচ্ছে Air India, বিমানসংস্থার ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত সরকারের

Government of India: সোমবার সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া কেনার জন্যে প্রাথমিক আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মার্চ

বেসরকারি হচ্ছে Air India, বিমানসংস্থার ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত সরকারের

Air India-র ১০০ ভাগ শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল মোদি সরকার

হাইলাইটস

  • এয়ার ইন্ডিয়ার ১০০% মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
  • বিক্রি করা হবে এয়ার ইন্ডিয়া স্যাটস-এর ৫০ শতাংশ শেয়ারও
  • কেনার জন্যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারিত করা হয়েছে ১৭ মার্চ
নয়া দিল্লি:

এয়ার ইন্ডিয়ার "মহারাজা"-ও এবার তার একচ্ছত্র আধিপত্য হাতছাড়া করতে চলেছে, কেননা দিনের পর দিন লোকসানের ভারে ধুঁকতে থাকা ওই বিমান সংস্থাকে (Air India) এবার বেসরকারিকরণ করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র (Government of India) জানিয়েছে, 'কৌশলগত পুনঃনির্মাণ' এর আওতায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০০ শতাংশ এবং এয়ার ইন্ডিয়া স্যাটস (AISATS)-এর ৫০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া হবে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া কেনার জন্যে প্রাথমিক আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মার্চ। যারা এই বিমান সংস্থা কিনবে, তাদের এয়ার ইন্ডিয়ার ৩.২৬ বিলিয়ন মার্কিন ডলারের দেনার দায়ও নিতে হবে বলে জানিয়েছে মোদি সরকার। 

মার্চের মধ্যেই বিক্রি করে দেওয়া হবে এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম: নির্মলা সীতারামন

সম্প্রতি, এয়ার ইন্ডিয়ার সভাপতি ও কার্যকরী পরিচালক (সিএমডি) অশ্বিনী লোহানী বলেন যে সংস্থাটি বন্ধ হওয়ার বিষয়ে যে সব গুজব ঘুরে বেড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি টুইট করেন, "এয়ার ইন্ডিয়া বন্ধ হয়ে যাওয়া বা ওই বিমানসংস্থার সমস্ত কাজ বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত সব খবরই গুজব এবং পুরোপুরি ভিত্তিহীন। এয়ার ইন্ডিয়া নিজেদের পরিষেবা চালিয়ে যাবে । যাত্রী হোক বা কর্পোরেট বা এজেন্ট, কাউকেই এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও দরকার নেই। এয়ার ইন্ডিয়া এখনও দেশের বৃহত্তম বিমান সংস্থা"।

CAA: "এত জোরে বোতাম টিপুন যাতে শাহিনবাগ কারেন্ট খায়", বললেন অমিত শাহ

তার আগে, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি একটি সাংবাদিক সম্মেলনে জানান যে এয়ার ইন্ডিয়া বিক্রির প্রক্রিয়া চলছে। বর্তমানে এই সংস্থার যা অবস্থা তাতে এর বেসরকারিকরণ ছাড়া আর কোনও বিকল্প নেই। হরদীপ পুরী বলেন যে আয়করদাতাদের অর্থ সঠিকভাবে ব্যবহার করা উচিত, এমন পরিস্থিতিতে সরকার কতক্ষণ এই সংস্থা চালিয়ে যেতে পারবে তা দেখার সময় এসেছে। কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রীর মতে, এয়ার ইন্ডিয়া একটি জাতীয় সম্পদ, এটি একটি বড় সংস্থা এবং এর সুরক্ষা রেকর্ডটিও খুব ভাল হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.