This Article is From Jan 23, 2019

সূচিতে রদবদল, অমিতের জায়গায় রাজ্যে সভা করবেন স্মৃতি

বীরভূমের সিউড়িতেও যাওয়ার কথা ছিল। সেই কর্মসূচি বাতিল করেছেন অমিত। তাঁর বদলে  সভা করতে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

Advertisement
Kolkata

লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা মন্ত্রী বাংলায় আসবেন বলে খবর।

Highlights

  • অসুস্থ শরীর নিয়েই রাজ্যে এসে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি
  • কৈলাশ বিজয়বর্গিয় বলেন, সকালেও সভাপতির গায়ে বেশ জ্বর ছিল
  • তৃণমূলকে আক্রমণ করলেও নিজের সফরে কিছুটা রদবদল করেছেন অমিত
কলকাতা:

অসুস্থ শরীর নিয়েই রাজ্যে এসে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।  মালদায় সভা  শুরুর আগে  এ রাজ্যে বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গিয় বলেন, সকালেও সভাপতির গায়ে বেশ জ্বর ছিল। আমি বলেছিলাম ছেড়ে দিন আসতে হবে না কিন্তু তিনি বললেন বাংলার জন্য আমাকে যেতেই হবে। এদিন দীর্ঘ সময় ধরে তৃণমূলকে  আক্রমণ করলেও নিজের সফরে কিছুটা রদবদল করেছেন অমিত। কাল  তাঁর বীরভূমের সিউড়িতে যাওয়ার কথা ছিল। সেই কর্মসূচি বাতিল করেছেন অমিত। তাঁর বদলে  সভা  করতে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল, মালদায় বললেন অমিত শাহ,লোকসভায় ২৩ আসনের জেতার লক্ষ্যমাত্রা

এদিকে  শুধু অমিত শাহ বা স্মৃতি ইরানি নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসছেন  রাজ্যে। তবে তাঁর ৮ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা বাতিল হয়েছে।  যদিও ওই দিন রাজ্যে আসবেন মোদী। কলকাতার বদলে  দলীয় সভা  করবেন আসানসোলে। তার আগে আরও দু'দিন রাজ্যে  এসে সভা  করবেন প্রধানমন্ত্রী। প্রথম সভা হবে শিলিগুড়িতে। পরের সভা হবে ঠাকুরনগরে। এই দুটি সভার জন্য যথাক্রমে ২৮ এবং ৩১  তারিখ রাজ্যে  আসার কথা। এর পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা মন্ত্রী বাংলায় আসবেন বলে খবর।                

Advertisement

    

      

Advertisement
Advertisement