হাইলাইটস
- অত্যাবশ্যকীয় পণ্য না, এমন সামগ্রি পরিবহণে ছাড় মিলবে
- রবিবার জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
- অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি লিখে এই বার্তা দেওয়া হয়েছে
নয়া দিল্লি: অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে ছাড় ছিল। এবার অত্যাবশ্যকীয় নয়, এমন সামগ্রী (Non-essential products) পরিবহণে ছাড় দিল কেন্দ্র। রবিবার অঙ্গ রাজ্যগুলোকে পাঠানো চিঠিতে এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা (Union Home Ministry)। একই নিয়ম প্রযোজ্য কেন্দ্রশাসিত এলাকাতেও। ২১ দিনের লকডাউনে দুধ, দুগ্ধজাত পণ্য, ওষুধ, মুদি সামগ্রী সংবাদপত্র পরিবহণ ও বিক্রিতে ছাড় দেওয়া হয়েছিল। অত্যাবশ্যকীয় পণ্যের তালিকাভুক্ত এই সামগ্রী। এবার স্বাস্থ্যসম্মত পণ্য যেমন সাবান, হ্যান্ড-ওয়াশ, শ্যাম্পু, ডিটারজেন্ট যেমন পরিবহণ ও সরবরাহ করা যাবে; তেমন চার্জার, ব্যাটারি,দন্ত মাজন, শিশুদের ডায়পার, মহিলাদের ন্যাপকিনের মতো গৃহ-সামগ্রী পরিবহণ ও বিক্রিতে ছাড় মিলেছে।
পাশাপাশি রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দুঃস্থ, পরিযায়ী শ্রমিক ও গৃহহীনদের পাশে দাঁড়াতে আবেদন করেছ স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁদের জন্য ত্রাণ ও খাওয়ারের ব্যবস্থা করতে উদ্যোগ নিতে বলা হয়েছে।