PM Kisan Scheme: পশ্চিমবঙ্গ ছাড়া, অন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির বাস্তবায়ন করেছে
হাইলাইটস
- পশ্চিমবঙ্গেও চালু করা হোক কিষান সম্মান নিধি যোজনা, আবেদন কেন্দ্রের
- মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে গোটা দেশে এই যোজনা চালু হলেও বঞ্চিত বাংলা
- এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা বছরে তিন কিস্তিতে ৬০০০ টাকা করে পাবেন
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী কিষান যোজনায় (PM Kisan Scheme) যোগ দিক পশ্চিমবঙ্গ সরকারও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (West Bengal Government) প্রতি এমন আবেদনই করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। গত এক বছর ধরে দেশের অন্যান্য রাজ্যের কৃষকরা এই কেন্দ্রীয় প্রকল্প থেকে উপকৃত হলেও এখনও এ রাজ্যের কৃষকরা এই কেন্দ্রীয় প্রকল্পের (Farmers Scheme) লাভ পায়নি। পশ্চিমবঙ্গের কৃষকরা কেন্দ্রের দেওয়া এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি রাজ্যে চালু করতে দেননি, এমনটাই অভিযোগ মোদি সরকারের। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ফলে দেশের ১৪ কোটি কৃষক লাভবান হবেন, এই লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে আপাতত পশ্চিমবঙ্গ ছাড়া, অন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন করায় লাভবান হয়েছেন ৮.৪৫ কোটি কৃষক।
এই প্রকল্পটি বাস্তবায়নের এক বছর পূর্ণ হওয়ায় এবার কৃষকদের আরও সুবিধার জন্যে চালু করা হল প্রধানমন্ত্রী-কিষান মোবাইল অ্যাপ। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন: "পশ্চিমবঙ্গ এখনও এই প্রকল্পে যোগ দেয়নি। ওই রাজ্যে ৭০ লক্ষ কৃষক রয়েছেন। এই যোজনা ওখানে বাস্তবায়িত হলে প্রায় ৪,০০০ কোটি টাকার সুবিধা রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে যাবে।"
শহর কলকাতায় ফের ফিরছে ডাবল ডেকার বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে এই প্রকল্পটি চালু হতে না দিলেও ইতিমধ্যেই রাজ্যের ৭০ লক্ষ কৃষকের মধ্যে প্রায় ১০ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী-কিষান যোজনার অনলাইন পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের জন্য নিজে থেকে নাম নথিভুক্ত করিয়েছেন। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে ওই কৃষকদের তথ্য যাচাই করে সম্মতি দেওয়া হলেই আবেদনকারী কৃষকদের কাছে নগদ সুবিধা পৌঁছে যাবে, বলেন কৃষিমন্ত্রী।
এই প্রকল্পের অধীনে পাওয়া নগদ অর্থ যে কেবল কৃষককেই সহায়তা করবে তা নয় বরং দেখতে গেলে এটি রাজ্যের সামগ্রিক অর্থনীতির উন্নতিতেও সহায়তা করবে বলে উল্লেখ করে তোমার বলেন: "আমাদের আধিকারিকরা এ বিষয়ে বহুবার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। আমি নিজে মুখ্যমন্ত্রীকে দু'বার চিঠি দিয়ে এই প্রকল্পে যোগদানের আহ্বান জানিয়েছি। কিন্তু এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এখনও কোনও উত্তর আসেনি"।
জলপাইগুড়িতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, বিজেপি সমর্থকদের বাড়ি পোড়ানোর অভিযোগ
কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, অন্ধ্রপ্রদেশ, বিহার এবং সিকিমের মতো আরও বেশ কয়েকটি রাজ্য তাদের রাজ্যের কৃষকদের তথ্য যাচাইয়ের কাজ খুব ধীরগতিতে চালাচ্ছে, যদিও কেন্দ্রীয় সরকার তাদের সবরকম ভাবে সহায়তা করছে।
প্রধানমন্ত্রী কিষান যোজনার আওতায় থাকা কৃষকরা বছরে তিন কিস্তিতে ৬০০০ টাকা করে পাবেন । প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে ।