தமிழில் படிக்க বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 09, 2019

অযোধ্যা রায়ে কোনও কৃতিত্ব নিতে পারবে না কেন্দ্র, কটাক্ষ উদ্ধব ঠাকরের

Ayodhya Case Judgement: অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি-বিবাদ নিয়ে শনিবার রায় দেবে সুপ্রিম কোর্ট

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Ayodhya Case Verdict: শিবসেনা সরকারকে রাম মন্দির নির্মাণের জন্যে আইন করতে অনুরোধ করেছিল, বলেন উদ্ধব ঠাকরে

Highlights

  • "রাম মন্দির নির্মাণে সরকারকে আইন করতে বলেছিলাম", বলেন উদ্ধব ঠাকরে
  • শিবসেনা ও বিজেপি মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা করছে
  • শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ রায়দানের কথা সুপ্রিম কোর্টের
মুম্বই:

শনিবার বহু প্রতীক্ষিত অযোধ্যা মামলার রায়। সুপ্রিম কোর্টের এই অযোধ্যা রায়ের (Ayodhya Verdict) বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কোনও "কৃতিত্ব" নেওয়ার জায়গা নেই, বললেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) । অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি-বিবাদ নিয়ে শনিবার রায় দেবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত (Supreme Court) সকাল সাড়ে দশটা নাগাদ রায় ঘোষণা করবে বলে খবর।

Ayodhya Verdict: সকাল ১০:৩০ -এ অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় দেবে সুপ্রিম কোর্ট

"আমরা সরকারকে রাম মন্দির (অযোধ্যা) নির্মাণের জন্য আইন করার বিষয়ে অনুরোধ করেছিলাম কিন্তু সরকার তা করেনি। এখন, সুপ্রিম কোর্ট যখন রায় ঘোষণা করতে চলেছে, (এমনকি রায় যদি মন্দিরপন্থী পক্ষের অনুকূলেও হয়) সরকার তখন এই নিয়ে কোনও কৃতিত্ব নিতে পারে না ", বলেন শিবসেনা প্রধান।

Advertisement

অযোধ্যা মামলায় রায়দান ঘিরে উত্তরপ্রদেশে কড়া নিরাপত্তা

বেশ কিছুদিন ধরেই শিবসেনা ও বিজেপির মধ্যে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে দ্বন্দ্ব চলছে। মুখ্যমন্ত্রী পদে আড়াই বছর করে সমান ভাগাভাগিতে দুই দলের প্রতিনিধি মুখ্যমন্ত্রী হবে, শিবসেনার এই দাবি নিয়েই অচলাবস্থা সৃষ্টি হয়। যার ফলে ত্রয়োদশ রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হওয়ার একদিন আগে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে পদত্যাগ করতে হয়।

Advertisement

Advertisement