This Article is From Apr 27, 2020

লকডাউন নিয়ে পরস্পরবিরোধী কথা বলছে কেন্দ্র, স্বচ্ছতা নেই: মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের লকডাউন নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘‘লকডাউন নিয়ে পরস্পরবিরোধী কথা বলছে কেন্দ্র।’’

লকডাউন নিয়ে পরস্পরবিরোধী কথা বলছে কেন্দ্র, স্বচ্ছতা নেই: মুখ্যমন্ত্রী

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এরপর এদিনই কেন্দ্রীয় সরকারের লকডাউন (Lockdown) নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, ‘‘লকডাউন নিয়ে পরস্পরবিরোধী কথা বলছে কেন্দ্র। এর মধ্যে স্বচ্ছতা নেই।'' স্ট্যান্ড অ্যালোন দোকানগুলি খুলে রাখার কেন্দ্রীয় নির্দেশের পরিপ্রেক্ষিতে একথা বলেন মমতা। পাশাপাশি তিনি বলেন, ‘‘কেন্দ্র একদিকে লকডাউন জারি রাখার কথা বলছে। অন্যদিকে দোকান‌ খোলার নির্দেশ দিচ্ছে।'' তিনি আরও বলেন, ‘‘যদি চা বাগানের কর্মীরা বা ১০০ দিনের কর্মীরা তাঁদের মজুরি না পান তাহলে তার দায়িত্ব নিতে হবে কেন্দ্রকে।''

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু...

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্র পরস্পরবিরোধী মন্তব্য করছে লকডাউন নিয়ে। কোনও স্বচ্ছতা নেই। আমরা লকডাউনের পক্ষে। কিন্তু কেন্দ্র একদিকে লকডাউন জারি রাখার কথা বলছে। অন্যদিকে নির্দেশ দিচ্ছে দোকান খোলার। দোকান খুললে কী করে আপনি লকডাউন করবেন? আমি মনে করি কেন্দ্রের উচিত এবিষয়ে স্বচ্ছতা দেখানো।''

মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে রোটেশন পদ্ধতির জন্য প্রতিদিন কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না সবাইকে। তিনি জানান, সুযোগ পেলে তিনি বেশ কিছু প্রশ্ন তুলতেন। এর মধ্যে রাজ্যে কেন্দ্রীয় পরিদর্শক দল পাঠানোর প্রয়োজনীয়তা সংক্রান্ত প্রশ্নও থাকত।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.