মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিবাদের নামে হিংসা ছড়ালে তা রাজ্য সরকার মেনে নেবে না।
নাগরিকত্ব আইনের (CAA) বিরোধিতায় রাজ্যে শুরু হওয়া বিক্ষোভ-প্রতিবাদের ঘটনাকে ‘‘ছোট ঘটনা'' বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভবানীপুরে এক জনসভায় এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ বলেই বিজেপি এভাবে রাজ্যগুলির উপরে জোর করে আইন প্রয়োগ করতে পারে না। এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা ‘‘পোশাক'' সংক্রান্ত মন্তব্যের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রতিবাদীদের তাদের পোশাক দেখলেই চেনা যায়। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেবল খাদ্যাভাসের দ্বারা সাধারণ মানুষ ও দুর্বৃত্তদের ফারাক করা যায় না।''
মুখ্যমন্ত্রী দাবি করেন, হিংসাত্মক ‘‘একটা-দু'টো ছোট ঘটনার জন্য'' কেন্দ্র রেল পরিষেবা বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, ‘‘দু'টো-একটা ছোট ঘটনার জন্য কেন্দ্র বাংলা জুড়ে রেল পরিষেবা বন্ধ করে দিয়েছে। রেলের নিরাপত্তাকর্মীদের দায়িত্ব রেলের সম্পত্তি রক্ষা করা। যদিও আমরা তাদের সহায়তা করি।''
‘‘দেশ পুড়ছে, ওঁরা পোশাক নিয়ে কথা বলছেন'': প্রধানমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
গত পাঁচ দিন ধরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে নাগরিকত্ব আইনের বিরোধিতার ঘটনা ঘটছে। বিক্ষোভ-প্রতিবাদের সময় হিংসাত্মক ঘটনাও ঘটেছে। রাস্তা অবরোধ করার পাশাপাশি ট্রেনে, বাসে, স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
মঙ্গলবারও অনেক জায়গায় বিক্ষোভ-প্রতিবাদের ঘটনা ঘটেছে। এদিন মুখ্যমন্ত্রী যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ড থেকে যদুবাবুর বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন। ৬.৫ কিমি পথ মিছিলে হাঁটেন তিনি।
"গণতন্ত্র এখন ICU-তে": জামিয়া প্রতিবাদে মুখর কমল হাসান
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিবাদের নামে হিংসা ছড়ালে তা রাজ্য সরকার মেনে নেবে না। তিনি বলেন, পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিনি বলেন, যারা এই ভাবে হিংসা ছড়াচ্ছে তারা প্রতিবাদের উদ্দেশ্যকে দিগভ্রান্ত করছে।
বিজেপি সরকারের নিন্দা করে তিনি বলেন, ‘‘বিজেপি বিরোধী দলগুলিকে সময় দেয়নি বিলটি নিয়ে পর্যালোচনা করার। দ্রুততার সঙ্গে বিলটি পাস করা হয়েছে। বিলটি সংসদে সংবিধান মেনে পাস করা হয়নি।''
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে হওয়া পুলিশি হামলারও নিন্দা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই ধরনের ঘটনা নজিরবিহীন।
এর আগে সোমবারের মহামিছিলের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্র চাইলে তাঁর সরকার ফেলে দিতে পারে। কিন্তু তিনি এই নাগরিকত্ব আইনের প্রতিবাদের রাস্তা থেকে সরবেন না। জানিয়ে দেন, এনআরসি ও নাগরিকত্ব (সংশোধনী) আইন রাজ্যে চালু করতে হলে তাঁর মৃতদেহের উপর দিয়ে করতে হবে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)