This Article is From Sep 03, 2018

মাওবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, আটক 500-র বেশি

গোটা দেশের বিভিন্ন রাজ্য জুড়ে মাওবাদী সমর্থকদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু হল।

মাওবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, আটক 500-র বেশি
নিউ দিল্লি:

গোটা দেশের বিভিন্ন রাজ্য জুড়ে মাওবাদী সমর্থকদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু হল। রাষ্ট্রের নকশাল দমন বাহিনী সিআরপিএফের প্রধান জানান, গত এক বছরে কেবলমাত্র ছত্তিশগড় থেকে গ্রেফতার করা হয়েছে প্রায় পাঁচশোজনকে। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সিআরপিএফের ডিরেক্টর জেনারেল আর আর ভাটনগর বলেন রাজ্যের পুলিশ বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। অত্যন্ত কড়া হাতে মাওবাদীদের দমন করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা দেশের সমস্ত রাজ্যে মাওবাদীদের দমন করার জন্য কেন্দ্রীয় বাহিনী প্রায় এক লক্ষ সশস্ত্র কর্মী মোতায়েন করেছে। তাদের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও রয়েছে বৈদ্যুতিন গ্যাজেটও।

“আমরা গ্রামে গ্রামে যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি যে ওদের (মাওবাদী) কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না। ‘জন মিলিশিয়া’ সহ অন্যান্য সংগঠন ও মানুষ, যারা ওদের সহায়তা করছে, ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। আমরা স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছি এবং লক্ষ করছি, যে যে ব্যক্তিকে মাওবাদী কার্যকলাপের সঙ্গে কোনওভাবে জড়িত থাকার অপরাধে শণাক্ত করা হয়েছে, তারা হয় ‘জন মিলিশিয়া’ সংগঠনের সঙ্গে যুক্ত অথবা অন্যান্য মামলায় অভিযুক্ত। গত এক বছরে কেবলমাত্র ছত্তিশগড় থেকেই আমাদের বাহিনী পাঁচশোরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। আমরা দেখতে চাই, ওরা (মাওবাদী) যে চারপাশ থেকে সহায়তা পাচ্ছে, তাও যাতে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া যায়”, সংবাদসংস্থাকে বলেন ভাটনগর।

1983’র ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার আরও বলেন, ছত্তিশগড়ের বস্তারের জঙ্গলে অন্তত পনেরোটি সিআরপিএফ শিবির খোলা হয়েছে। এই জঙ্গলটির কিছু অংশ অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানাতেও রয়েছে।   

“সংখ্যার নিরিখে দেখতে গেলে একশো ষাট জন নকশালকে এই বছর গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগকেই গ্রেফতার করা হয়েছে ছত্তিশগড় থেকে। তারপরেই রয়েছে ঝাড়খন্ড”। বলেন তিনি।

সিআরপিএফের এই অভিযান যে মাওবাদী দমনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, তা মেনে নিচ্ছে ওয়াকিবহালমহলও!

 

.