This Article is From Nov 29, 2019

হায়দরাবাদে ধর্ষণের পর জীবন্ত দগ্ধ তরুণী! সমস্ত রাজ্যকে নির্দেশনামা কেন্দ্রের

হায়দরাবাদের ২৭ বছরের ওই তরুণীর দেহ এক কালভার্টের কাছে পাওয়া যায় বৃহস্পতিবার। তার আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

হায়দরাবাদে ধর্ষণের পর জীবন্ত দগ্ধ তরুণী! সমস্ত রাজ্যকে নির্দেশনামা কেন্দ্রের

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

হায়দরাবাদের (Hyderabad) পশু চিকিৎসককে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার (Murder Of Veterinarian In Hyderabad) পর কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে আগাম সতর্কতামূলক পদক্ষেপের ব্যাপারে নির্দেশনামা পাঠানো হল মহিলাদের উপরে হওয়া অপরাধের প্রেক্ষিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি সংসদের বাইরে সাংবাদিকদের বলেন, তিনি তেলেঙ্গানা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন যাতে দ্রুত ওই মহিলার খুনিদের ধরা ও শাস্তিপ্রদান করা সম্ভব হয়। তিনি জানিয়েছেন, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রক একটি নির্দেশনামা পাঠিয়েছে সব রাজ্যকে,  আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে। যাতে ভবিষ্যতে কোথাও এমন ঘটনা না ঘটে।''

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দাবি জানিয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে।

জি কিষান রেড্ডি জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমি রাজ্য সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। তেলেঙ্গানার ডিজিপিও দিল্লি আসছেন আজ। তিনি আমার সঙ্গে দেখা করবেন। এই অপরাধে যারা যুক্ত তাদের সামাজিক ভাবে নিষিদ্ধ করা হোক। কোনও আইনজীবী যেন তাদের হয়ে মামলা  না লড়েন।''

হায়দরাবাদের ২৭ বছরের ওই তরুণীর দেহ এক কালভার্টের কাছে পাওয়া যায় বৃহস্পতিবার। তার আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। এক পথচারীর চোখে পড়ে ওই তরুণীর দগ্ধ দেহ। তিনি পুলিশকে খবর দেন।

তরুণীর ছোট বোন পুলিশকে জানিয়েছেন, তিনি বুধবার রাত ৯.২২ মিনিটে তাঁর দিদির ফোন পেয়েছিলেন। তাঁর দিদি তাঁকে বলেন, তিনি একটি টোল প্লাজায় দাঁড়িয়ে ছিলেন। তাঁর স্কুটারটি খারাপ হয়ে যাও?আয় সেই সময় কেউ তাঁকে বলেছিল, তাঁর স্কুটারের একটি টায়ার ‘ফ্ল্যাট'। এবং সে তাঁকে সাহায্য করতে চায়।

.