লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এনডিএ সরকারকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে।
সাগরডিহি, পশ্চিমবঙ্গ: লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বুধবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে (Modi Government) একহাত নিলেন জম্মু ও কাশ্মীর (J&K) প্রসঙ্গে। তাঁর অভিযোগ, কেন্দ্রের ‘‘ভ্রান্ত নীতি''র ফলে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিনি আরও অভিযোগ জানান, কেন্দ্রীয় সরকার উপত্যকার ‘‘আসল অবস্থা'' লুকোতে চাইছে। মুর্শিদাবাদে জেলার বহরমপুর লোকসভার সাংসদ অধীর চৌধুরী মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানায় নিহত রাজ্যের পাঁচ শ্রমিকের বাড়িতে যান। অধিকাংশ শ্রমিকই জেলার সাগরডিহি এলাকার বাসিন্দা। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে ফোনে যোগাযোগ করে আর্জি জানিয়েছেন, মৃতদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে। পাশাপাশি ওখানে আটকে পড়া অন্যান্য শ্রমিকদেরও রাজ্যে ফিরিয়ে আনার কথা বলেন তিনি।
কুলগামে জঙ্গি হানায় আহত শ্রমিকের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬
তাঁর অভিযোগ, ‘‘যতদিন যাচ্ছে উপত্যকার পরিস্থিতি তত খারাপ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে বিষয়টা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তারা কেবল সত্যি পরিস্থিতিটাকে আড়াল করতে চাইছে।''
তিনি আরও অভিযোগ জানান, ‘‘সরকার সর্বদলীয় প্রতিনিধিদের ওখানে যেতে দিচ্ছে না। কিন্তু ইউরোপীয় প্রতিনিধিদের অনুমতি দিল!''
জঙ্গি হানায় নিহত রাজ্যের শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার রাজ্যের পাঁচ শ্রমিক জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হানায় নিহত হন। পুলিশ এই তথ্য জানিয়েছে। আহত এক শ্রমিক। তিনিও বুধবার মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।
অধীর চৌধুরী জানিয়েছেন, ‘‘স্বরাষ্ট্র সচিব আমাকে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের ডিজিপি মৃতদেহগুলি রাজ্যে পাঠানোর ব্যাপারে এখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে।''
তিনি আরও বলেন, ‘‘আমি তাঁকে অনুরোধ জানিয়েছি, সরকারের উচিত ওখানে আটকে থাকা রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ করতে।''