শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলে যোগ দিলেন চন্দন মিত্র।
কলকাতা: শহিদ দিবসের সভায় বহু নতুন মুখ আজ যোগ দিল তৃণমূল কংগ্রেসে। তাদের মধ্যে সবথেকে পরিচিত নাম- চন্দন মিত্র। বিজেপির প্রাক্তন রাজ্যসভা সাংসদ। দু’বারের সাংসদ ছিলেন তিনি। মোদি ও অমিত শাহের দল পরিচালনায় অখুশি হয়ে এই সপ্তাহের শুরুতেই তিনি দল ছেড়ে দেন। তাঁর পদত্যাগপত্রেও পরিষ্কারভাবে দলের নীতি নিয়ে নিজের অসন্তোষের কথা ব্যক্ত করেছেন তিনি।
গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে হুগলি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু, হেরে যান।
সাম্প্রতিককালে যাঁরা যাঁরা বিজেপি ছেড়েছেন, চন্দ্ন মিত্র তাঁদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ।
নিজের সাংবাদিক জীবন শুরু করেছিলেন তিনি স্টেটসম্যান থেকে। এখন দিল্লির পাইওনিয়ার পত্রিকার সম্পাদক।
চন্দন মিত্র ছাড়াও চারজন কংগ্রেস সাংসদ যোগ দিলেন আজ তৃণমূলে। তাঁরা হলেন- সমর মুখোপাধ্যায়, আবু তাহের, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান।