কলকাতার স্টেটসম্যান হাউজ থেকে সাংবাদিক হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন চন্দন মিত্র
কলকাতা: আগামী 21 জুলাই শহীদ দিবসের জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভিক্টোরিয়া হাউজের সামনে বিশাল সমাবেশের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময়েই দলের মুকুটে যোগ হতে চলেছে আরেকটি পালক। বর্ষীয়ান বিজেপি নেতা ও দু'বারের রাজ্যসভা সদস্য চন্দন মিত্র ওইদিন আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে।
কাকতালীয়ভাবে, যে সংবাদ পত্রের দফতরে একসময় কাজ করতেন তিনি, তাঁর ঠিক পাশের ভিক্টোরিয়া হাউজের সমাবেশেই দল পরিবর্তন করছেন।
চন্দন মিত্র স্টেটসম্যান হাউজের সাংবাদিক হিসাবে কেরিয়ার শুরু করেন। বর্তমানে তিনি দিল্লির পাইওনিয়ার সংবাদপত্রের সম্পাদক।
আগামী শনিবারে তাঁর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে তৃণমূল নেতৃত্ব এবং চন্দন মিত্র- দু'তরফই মুখে কুলুপ এঁটেছে। যদিও, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, প্রচুর নতুন মুখ আগামী শনিবারে মঞ্চ থেকে তাদের দলে যোগ দিতে চলেছেন।
এই মুহূর্তে সেই তালিকায় নাম আছে একাধিক কংগ্রেস বিধায়কের। দলে মোদী-আমিত শাহের কর্তৃত্ব বেড়ে যাওয়া নিয়ে বহুদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন চন্দন মিত্র। দলের কাছে যে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি, সেখানেও দলের বেশ কিছু নীতি নিয়ে নিজের অসন্তোষের কথা উল্লেখ করেছেন স্পষ্টভাবে।
2016 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে হুগলী বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন চন্দন মিত্র।