This Article is From Jul 01, 2019

বদলি করা হল চন্দননগরের পুলিশ কমিশনারকে

দু’দিন আগে ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের এক নেতা খুনের ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই বদলি বলে অনুমান।

বদলি করা হল চন্দননগরের পুলিশ কমিশনারকে

তৃণমূল নেতা খুনে বদলি করা হল চন্দননগরের পুলিশ কমিশনারকে

কলকাতা:

সোমবার চন্দননগরের নগরের পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে বদলির (transferred) নির্দেশ দিল রাজ্য সরকার (West Bengal government) । মনে করা হচ্ছে, দিন দুয়েক আগে ওই অঞ্চলে এক তৃণমূল নেতা খুনের ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই প্রশাসনিক স্তরে বদল। রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে সরিয়ে দেওয়া হল চতুর্বেদীকে। তৃণমূল পঞ্চায়েত নেত্রী রিতু রামের স্বামী দিলীপ রামকে শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনে গুলি করে খুন করা হয়। চন্দননগর পুলিশ কমিশনারেটেরই অধীনস্থ এলাকার মধ্যে পড়ে ব্যান্ডেল। স্বরাষ্ট্র বিভাগের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় অখিলেশ চতুর্বেদীর (Akhilesh Chaturvedi) স্থলাভিষিক্ত হচ্ছেন রাজ্য পুলিশের ডিজি ট্রাফিক ডঃ হুমায়ুন কবীর(Dr Humayan Kabir) ।

মালদায় যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ২

শনিবার হুগলির ব্যান্ডেল রেলস্টেশন( Bandel railway station) সংলগ্ন লাইনের ওপরেই দিলীপ রামকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত (shot dead) তৃণমূলনেতা বছর চল্লিশের দিলীপ রাম, রেলের কর্মী ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হলে রাস্তাতেই তাঁর মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, রবিবার অফিস যাওয়ার জন্য নৈহাটি স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন দিলীপ রাম, সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। এই খুনের ঘটনার প্রতিবাদে রবিবার চুঁচুড়ায় ১২ ঘন্টার বনধ পালন করে তৃণমূল কংগ্রেস(TMC)।

.