This Article is From Sep 28, 2018

দুর্নীতিগ্রস্থ চরিত্রহীন নেতাদের তাড়িয়ে দিতে না পারলে বিজেপির সুবিধা হবে না, মত চন্দ্রর

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সমালোচনা করলেন চন্দ্র বসু।

দুর্নীতিগ্রস্থ চরিত্রহীন নেতাদের তাড়িয়ে দিতে না পারলে  বিজেপির সুবিধা হবে না, মত চন্দ্রর

একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে টুইটারকে ব্যবহার করেছেন চন্দ্র বসু

হাইলাইটস

  • রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সমালোচনা করলেন চন্দ্র বসু
  • দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে টুইটারকে ব্যবহার করেছেন চন্দ্র
  • আবার দলের বিরুদ্ধে বক্তব্য পেশ করলেন চন্দ্র
কলকাতা:

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সমালোচনা করলেন চন্দ্র বসু। নেতাজির পরিবারের সদস্য   তথা রাজ্য বিজেপির এই সহ সভাপতির অভিযোগ বনধের দিন গ্রেফতার দলের যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার এবং অন্য কর্মীদের সুরক্ষা দিতে পারছেন না। টুইটারে চন্দ্র বসু লেখেন, ‘ আমাদের রাজ্য সভাপতি কী করছেন? ঘুমোচ্ছেন নাকি! বিরোধীদের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করতে ওঁর সমস্যা হয় না। এতে দলের ক্ষতি হচ্ছে। এসব না করে উনি যদি দলের কর্মীদের জেল থেকে ছাড়ানোর চেষ্টা করেন তাহলে ভাল হয়।’                  

 এই  টুইটে আসা একটি  মন্তব্যের জবাব দিতে গিয়ে  চন্দ্র বসু লেখেন, আমাদের দলে থাকা দুর্নীতিগ্রস্থ চরিত্রহীন নেতাদের তাড়িয়ে দিতে না পারলে কিছুই হবে না।       

নিজের টুইটের সঙ্গে দেবজিতের উপর হওয়া ‘অত্যাচার’ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরন রিজিজুর লেখা চিঠিও শেয়ার করেন চন্দ্র।

এর আগেও একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে টুইটারকে ব্যবহার করেছেন চন্দ্র বসু কখনও আবার মেঘালয়ের রাজ্যপাল  তথাগত রায়ের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। এবার আবার দলের বিরুদ্ধে বক্তব্য পেশ করলেন চন্দ্র।                                           

.