ISRO Chandrayaan 2: ইসরোর চেয়ারম্যান কে শিবামের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি
নিউ দিল্লি: চাঁদের পৃষ্ঠে অবতরণের আগেই চন্দ্রায়ণ-২ এর বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে শনিবার জানালেন ইসরোর প্রধান। ল্যান্ডার সম্পর্কে অনিশ্চিত পরিস্থিতিতে., কে শিবান বলেন, “তথ্য বিশ্লেষণ করা হচ্ছে”। চাঁদ থেকে ২.১ কিলোমিটার দূরত্বে ল্যান্ডার থেকে তথ্য পাওয়া বন্ধ হয়ে যায়। চন্দ্রায়ণ-২ এর অবতরণ দেখতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি বিজ্ঞানীদের উৎসাহব্যাঞ্জক মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, “তাঁদের জন্য গর্বিত দেশ”।চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করে ইতিহাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত।চন্দ্রায়ণ-২ কে “ইসরোর সবচেয়ে জটিল অভিযান” বলে মন্তব্য করেছেন ডঃ শিবাম।
দেখুন লাইভ আপডেট Chandrayaan 2 moon mission:
Chandrayaan 2: "আজ সকাল ৮টায়, বেঙ্গালুরুতে আমাদের কঠোর পরিশ্রমী ইসরোর বিজ্ঞানীদর সঙ্গে আমি কথোপকথন করব", ট্যুইট করেন প্রধানমন্ত্রী মোদি
WATCH: ইসরোর কন্ট্রোল রুমে দেশের পড়ুয়াদের সঙ্গে কথোপকথন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Chandrayaan 2 Landing: সকাল ৮ টায় জাতির উদ্দ্যেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Chandrayaan 2 Moon Landing: "আমরা সবাই সবচেয়ে ভালর আশা করি", ট্যুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের
"চন্দ্রায়ণ-২ মিশনে দৃষ্টান্তমূলক দায়বদ্ধতা এবং উৎসাহ দেখিয়েছে। ইসরোকে নিয়ে গর্বিত ভারত। আমরা সবাই সবচেয়ে ভালোর আশা করি"।
Chandrayaan 2 Moon Landing: WATCH: ইসরোর বিজ্ঞানীদের সম্পর্কে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির:ANI
Chandrayaan 2 Moon Landing:"আমরা ইসরোর সঙ্গে রয়েছি", ট্যুইট নির্মলা সীতারামনের
Chandrayaan 2 Landing:"পুরো দলের পাশে রয়েছে দেশ", ট্যুইট কংগ্রেসের
<
Chandrayaan 2 Moon Landing:"চন্দ্রায়ণ-২ এর হৃদস্পন্দন অনুভব করতে দেশ", প্রতিক্রিয়া আনন্দ মহিন্দ্রার
Chandrayaan 2 Moon Landing:"আমাদের বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত। তাঁরা ইতিহাস তৈরি করেছেন", ট্যুইটে প্রতিক্রিয়া অরবিন্দ কেজরিওয়ালের
"আমি আপনাদের সঙ্গে রয়েছি" ইসরোর বিজ্ঞানীদের বললেন প্রধানমন্ত্রী মোদি
"আমি আপনাদের সঙ্গে রয়েছি" ইসরোর বিজ্ঞানীদের বললেন প্রধানমন্ত্রী মোদি
BREAKING:"দেশের জন্য আপনারা দারুণ কাজ করেছেন": ইসরোর বিজ্ঞানীদের বললেন প্রধানমন্ত্রী
"দেশ আপনাদের জন্য গর্বিত। আমার তরফে অভিনন্দন। দেশ এবং মানুষের জন্য আপনারা দারুণ কাজ করেছেন। আপনাদের প্রচেষ্টা জারি থাকবে এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি"।
BREAKING:Chandrayaan 2 Landing:"কম কীর্তিত্ত্ব নয়", বললেন প্রধানমন্ত্রী মোদি
Chandrayaan 2 Landing:"কম কীর্তিত্ত্ব নয়", বললেন প্রধানমন্ত্রী মোদি
BREAKING: Chandrayaan 2 Moon landing: চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার দূরে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
Chandrayaan 2 Moon landing: চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার দূরে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
BREAKING: "যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তথ্য বিশ্লেষণ করা হচ্ছে": ইসরো প্রধান কে শিবম
"যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তথ্য বিশ্লেষণ করা হচ্ছে": ইসরো প্রধান কে শিবম
BREAKING: বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, জানালেন ইসরো প্রধান
বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, জানালেন ইসরো প্রধান
BREAKING:Chandrayaan 2 এর বিক্রম ল্যান্ডার থেকে তথ্য আসা বন্ধ ১.৫৫ এ
Chandrayaan 2 এর বিক্রম ল্যান্ডার থেকে তথ্য আসা বন্ধ ১.৫৫ এ
ল্যান্ডার বিক্রমের অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রী মোদিকে জানালেন কে শিবম
BREAKING:Chandrayaan 2 এর ল্যান্ডার বিক্রমের থেকে তথ্য পাওয়ার অপেক্ষায় ইসরো
Chandrayaan 2 এর ল্যান্ডার বিক্রমের থেকে তথ্য পাওয়ার অপেক্ষায় ইসরো
signal from Vikram lander
Chandrayaan 2's এর বিক্রম ল্যান্ডারের সিগন্যালের অপেক্ষায় ইসরোর কন্ট্রোল রুম
প্রধানমন্ত্রীকে উত্তেজনাময় পরিস্থিতি ব্যাখা করলেন ইসরো চেয়ারম্যান
BREAKING: Chandrayaan 2 Moon Landing:বিক্রমের সিগন্যালেরঅ অপেক্ষায় ইসরোর কন্ট্রোল রুম
Chandrayaan 2 Moon Landing:বিক্রমের সিগন্যালেরঅ অপেক্ষায় ইসরোর কন্ট্রোল রুম
BREAKING:উত্তেজনার মুহুর্তে ইসরো চেয়াম্যান কে শিবান, প্রধানমন্ত্রী মোদি
উত্তেজনার মুহুর্তে ইসরো চেয়াম্যান কে শিবান, প্রধানমন্ত্রী মোদি
Vikram-এর পথ
BREAKING:চাঁদের পৃষ্ঠে নামতে চলেছে Chandrayaan 2's Vikram lander
BREAKING: দ্রুত গতির পর্যায় শেষ করল বিক্রম
Chandrayaan 2 Moon Landing:দ্রুত উত্তরণের পর্যায় শেষ করল #VikramLander, শুরু ধীর গতির পর্যায়
BREAKING: Chandrayaan 2 এর বিক্রম চাঁদের পৃষ্ঠ ছুঁতে চলেছে
Chandrayaan 2 Moon Landing: WATCH LIVE
এক ঘন্টারও কম সময়ে চাঁদের মাটিতে অবতরণ করবে Chandrayaan 2., প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে ভারত
চাঁদে নামার আগে "শেষ ১৫ মিনিট হবে আতঙ্কের": ইসরো প্রধান
শনিবার চন্দ্রায়ণ-২ এর চাঁদের মাটিতে অবতরণের সাফল্য কামনায় ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন আমাজনের প্রতিষ্ঠাতা এবং ব্লু অরিজিনের সিইও জেফ বেজস।
Chandrayaan 2 Moon landing: BREAKING:Chandrayaan 2 এর অবতরণের সাক্ষী হতে ISRO এর সদর দফতরে প্রধানমন্ত্রী মোদি
Chandrayaan 2 এর অবতরণের সাক্ষী হতে ISRO এর সদর দফতরে প্রধানমন্ত্রী মোদি
Chandrayaan 2 Moon landing: BREAKING:Chandrayaan 2 এর অবতরণের সাক্ষী হতে ISRO এর সদর দফতরে প্রধানমন্ত্রী মোদি
Chandrayaan 2 এর অবতরণের সাক্ষী হতে ISRO এর সদর দফতরে প্রধানমন্ত্রী মোদি
Chandrayaan 2 Moon Landing: জেফ বেজসের শুভেচ্ছা ভারতীয় বিজ্ঞানীদের
শনিবার চন্দ্রায়ণ-২ এর চাঁদের মাটিতে অবতরণের সাফল্য কামনায় ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন আমাজনের প্রতিষ্ঠাতা এবং ব্লু অরিজিনের সিইও জেফ বেজস।
Chandrayaan 2: প্রজ্ঞানের বিভিন্ন অংশ এবং তার কজ বরাবরের বিস্ময়
Chandrayaan 2: চন্দ্রপৃষ্ঠে ভারতের পদচিহ্ন কীভাবে এঁকে দেবে প্রজ্ঞান: দেখুন
নামার কয়েকঘন্টা বাতি, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর, কীভাবে প্রজ্ঞান কাজ করবে তার একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করে ইসরো
কেন দক্ষিণ মেরুতে অভিযান ভারতের
একাধিক বৈজ্ঞানিক সরঞ্জামে ভরা ভারতের গর্ব চন্দ্রায়ণ-২-এর ল্যান্ডার বিক্রম, আর কিছুক্ষণের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে-এই অংশটি পৃথিবীর উপগ্রহের রহস্যে ঢাকা অংশ।
ল্যান্ডার Vikram কেন "বুদ্ধিমান", কী বললেন ISRO-এর বিশেষজ্ঞরা
আজ মধ্যরাতে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বিক্রম, আগেই মূল চন্দ্রায়ন-২ থেকে আলাদা হয়ে গিয়েছে সেটি। শেষ মুহুর্তের সময়ে আর নিয়ন্ত্রণ করা যাবে না তাকে, NDTV কে এমনটাই জানিয়েছেন ইসরোর উচ্চ পর্যায়ের এক আধিকারিক
আজ রাতে কীভাবে Chandrayaan 2 এর অবতরণ
বেঙ্গালুরুর ISRO-এর কন্ট্রোলরুমের একঝলক
Chandrayaan 2 এর চাঁদে অবতরণের লাইভ দেখতে বেঙ্গালুরু পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
সাহায্যে প্রস্তুত আমাজন ক্লাউড সার্ভিস
চাঁদের মাটিতে বিক্রমের সফল অবতরণের সাক্ষী হতে অধীর অপেক্ষায় ভারতবাসী, এই পরিস্থিতিতে আমাজন ক্লাউড আর্ম আমাজন ওয়েব সিরিজের তরফে শুক্রবার জানানো হল,দেশের স্বপ্নপূরণে স্যাটেলাইট বার্তা এবং তথ্যের সঙ্গে তারা প্রস্তুত
কোথায় কীভাবে দেখবেন চন্দ্রযান-২ এর অবতরণ
চাঁদের মাটিতে চন্দ্রযান-২ এর অবতরণের মধ্য দিয়েই চাঁদের দক্ষিণ মেরুতে অভিযানের প্রথম দেশ হিসেবে রেকর্ড করতে চলেছে ভারত।রাত ১ টা থেকে ২ টো মধ্যে উৎরাই হবে চন্দ্রযান-২ এর। তারপরেই ১.৩০ থেকে ২.৩০ এর মধ্যে চাঁদে অবতরণ করবে যানটি। ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকতে নজর রাখুন
চাঁদের কম উন্মোচিত অংশে আজ রাতেই অবতরণ করবে চন্দ্রযান-২ শনিবার রাত ১.৫৫ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-২। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো দেশ হিসেবে প্রথম স্থানে থাকবে ভারত। ইতিমধ্যেই মূল কক্ষপথ থেকে আলাদা হয়েছে বিক্রম। রাত ১.৩০ থেকে ২.৩০-এ চাঁদে অবতরণের জন্য ইতিমধ্যেই দুটি পদক্ষেপ করেছে বিক্রম।
"খুবই উত্তেজিত" : প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর
চন্দ্রযান-২ এর অবতরণের চূড়ান্ত পর্বে তিনি "খুবই উত্তেজিত" বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরুর ইসরো সেন্টারে আজ রাতে ভারতের মহাকাশ গবেষণার এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে চলেছেন তিনি। ৬০ জন স্কুল পড়ুয়ার সঙ্গে বসে চন্দ্রযানের চাঁদে অবতরণের সাক্ষী হবেন তিনি।
লোকসভার স্পিকার বিরলা টুইট করে জানিয়েছেন, ''আজ চন্দ্রযান ২ চাঁদের দক্ষিণ দিকে নামার সাথে সাথে আমাদের দেশ একটা নতুন ইতিহাস গড়বে। স্বদেশী প্রযুক্তি ও উপাদানের সাহায্যে গঠিত এই চন্দ্রযানের সাহায্যে আমরা কয়েকটি দেশের মধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছি। ইটা আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত। ''
চন্দ্র পৃষ্ঠে নামার পর রোভর চাঁদের মাটি নিয়ে বিশ্লেষণ শুরু করবে। অন্যদিকে চাঁদের ভূমিকম্পের তরঙ্গ মাপবে ল্যান্ডর, সেই সাথে চাঁদের মাটি খনন করেও বিশ্লেষণ চলবে। চাঁদে জল আছে কি না সেই নিয়েও বিশ্লেষণ করবে ভারত। চাঁদের মাটিতে জল পাওয়া গেলে সেখানে ভবিষ্যতে মানুষ বিশ্বাস করাও শুরু করতে পারে।
চাঁদের কক্ষপথে ভারতের চন্দ্রযান ২ এবার নিচে নামতে প্রস্তুত। চাঁদের এই ভাগে এখনও পর্যন্ত কোনো দেশে পৌঁছাতে পারেনি।
ভেদ হবে চাঁদের রহস্য। ইসরোর এই থ্রী-ইন-ওয়ান মিশনে চন্দ্রযান ২ -নামক একটি অরবিটর আছে, ল্যান্ডারের নাম বিক্রম আর প্রজ্ঞান নামক রোভর আছে। এই মিশনে এই তিনটি মাইল চাঁদের বহু রহস্যের সমাধান করার চেষ্টা করবে।
প্রধানমন্ত্রী মোদি একটি কুইজ প্রতিযোগিতার সাহায্যে সারা দেশের মধ্যে থেকে ৬০-৭০ জন পড়ুয়াকে বেছে নিয়েছেন, যার তাঁর সাথে বসে এই ঔতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পারবে। এরা সকলেই ব্যাঙ্গালোরের ইসরোর কেন্দ্রে থাকবে।