Chandrayaan 2: ইতিহাসের দোরগোড়ায় ইসরো।
হাইলাইটস
- বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে ‘সফট ল্যান্ডিং’করতে চলেছে ভারত।
- শনিবার গভীর রাতে ১.৩০ থেকে ২.৩০-এর মধ্যে চাঁদে পা রাখবে বিক্রম
- এই পরিস্থিতিতে ইসরো প্রকাশ করল একটি কার্টুন
বেঙ্গালুরু: ইতিহাসের দোরগোড়ায় ইসরো (ISRO)। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে ‘সফট ল্যান্ডিং' বা সঠিক ভাবে অবতরণ করতে চলেছে ভারত। এই পরিস্থিতিতে ইসরো প্রকাশ করল একটি কার্টুন। ওই কার্টুনে দেখা যাচ্ছে চন্দ্রযান-২-এর (Chandrayaan 2) ল্যান্ডার বিক্রম ও অর্বিটারের কথোপকথন। অর্বিটারকে ওই শুভেচ্ছা জানাতে দেখা যায় বিক্রমকে। কার্টুনটিতে দেখা যাচ্ছে, বিক্রমকে নিজের থেকে বিচ্ছিন্ন করার সময় অর্বিটার বলছে ‘‘তোমার সঙ্গে ভ্রমণ এখনও পর্যন্ত চমৎকার লাগছে বিক্রম। শুভেচ্ছা। আশা করি তুমি শিগগিরি দক্ষিণ মেরুতে পৌঁছবে।'' বিক্রম জবাব দিচ্ছে, ‘‘এটা সত্যিই বেশ ভাল ছিল। আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে— কক্ষপথে।''
ইসরো এই কাল্পনিক সংলাপের পাশাপাশি নিজেরও মত জানিয়েছে, ‘‘আমাদেরও বিক্রমকে একই শুভেচ্ছা, অর্বিটার।''
Chandrayaan 2: আজ রাতে চাঁদে নামবে চন্দ্রযান ২, স্কুলপড়ুয়াদের নিয়ে লাইভ দেখবেন মোদি
গত সোমবার দুপুর ১.১৫-তে বিক্রম অর্বিটারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পৌঁছে যায় চাঁদের খুব কাছে। শনিবার গভীর রাতে ১.৩০ থেকে ২.৩০-এর মধ্যে চাঁদে পা রাখবে বিক্রম।
বিক্রম চাঁদে সফল ভাবে নামতে পারলেই চিন, আমেরিকা ও রাশিয়ার পর চতুর্থ দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে ভারত।
"সদ্যজাতকে নেওয়ার মতোই সাবধানী":Chandrayaan 2-এর অবতরণ প্রসঙ্গে ইসরো প্রধান
‘বিক্রম'-এর মধ্যে রয়েছে ‘প্রজ্ঞান' নামের রোভার। চাঁদে বিক্রম নেমে পড়ার পরেই প্রজ্ঞান নেমে আসবে। তারপর চাঁদের মাটিতে চালাবে নানা পরীক্ষা নিরীক্ষা। এদিকে অর্বিটারও ক্রমাগত চাঁদের আবহাওয়া পর্যবেক্ষণ করবে। তৈরি করবে মানচিত্র।
বিক্রম ও প্রজ্ঞান এক চান্দ্র দিন কার্যকর থাকবে। পৃথিবীর হিসেবে ১৪ দিন। অর্বিটার অবশ্য এক বছর কার্যকর থাকবে।
প্রথম প্রচেষ্টায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার ক্ষেত্রে ভারতই হতে চলেছে প্রথম দেশ।
২২ জুলাই যাত্রা শুরু করে চন্দ্রযান-২। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয় ইসরোর মহাকাশযান।
গত মাসে চন্দ্রযান-২ প্রথমবার চাঁদের ছবি পাঠায়। ২,৬৫০ কিমি দূর থেকে তোলা সেই ছবি থেকে চাঁদের দু'টি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক দেখা যায়— অ্যাপোলো ক্রেটার ও মেয়ার ওরিয়েন্টাল বেসিন।
তার আগে চন্দ্রযান-২ পৃথিবীর পাঁচটি ছবি পাঠায়। ছবিগুলি তোলা হয়েছিল ৫,০০০ কিমি দূরত্ব থেকে। ইসরোর চেয়ারম্যান কে সিভান সেই ছবিকে বর্ণনা করেন ‘‘স্বচ্ছ পরিষ্কার'' বলে।