বিয়েতে ব্যবস্থা করা হয়েছিল প্রায় 7000 অতিথিদের জন্য
হাইলাইটস
- তেজ প্রতাপ যাদব বিয়ে করলেন ঐশ্বর্য রায়কে
- বিশৃঙ্খল জনতা, VIP ও সাংবাদিকদের জন্য সংরক্ষীত প্যান্ডেলে ঢুকে পড়েন এবং খ
- অনেকে লাঠির সাহায্যে তাদের ছত্রভঙ্গ করতে গেলেও কোনো ফল হয় নি তাতে
পাটনা:
বিশৃঙ্খলা দেখা গেলো লালু যাদবের পুত্র তেজ প্রতাপ যাদবের বিয়েতে যখন একদল বিশৃঙ্খল জনতা, VIP ও সাংবাদিকদের জন্য সংরক্ষীত প্যান্ডেলে ঢুকে পড়েন এবং খাবার লুঠ করতে শুরু করেন।
উল্লেখ্য, তেজ প্রতাপ যাদব বিয়ে করলেন ঐশ্বর্য রায়কে যিনি আরজেডি-র বিধায়ক চন্দ্রিকা রায়ের কন্যা।
বিয়েতে ব্যবস্থা করা হয়েছিল প্রায় 7000 অতিথিদের জন্য যাদের বেশিরভাগ উপস্থিত ছিলেন বিবাহ অনুষ্ঠানে।
তেজ প্রতাপ আর ঐশ্বর্য রায় এর মালাবদল হওয়ার কিছুক্ষন পরেই একদল লোক যাদের আরজেডি-র সমর্থক বলে মনে করা হচ্ছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে।
কিছুক্ষনের মধ্যে যত্রতত্র ভাঙা খাবার পাত্র ও উল্টে যাওয়া টেবিল চেয়ার পড়ে থাকতে দেখা যায়। অনেকে লাঠির সাহায্যে তাদের ছত্রভঙ্গ করতে গেলেও কোনো ফল হয় নি তাতে।
বেশ কিছু সংবাদমাধ্যমে কর্মরত ব্যক্তিদের সাথেও অভব্যতা হয়েছে ও তাদের সরঞ্জামেরও ক্ষতি হয়েছে।
ক্যাটারেররা জানিয়েছেন বিশৃঙ্খল জনতা লুঠ করেছে তাদের বাসনপত্র ও অন্য বস্তুও।
যদিও অনেক লোকেদের আয়োজন করা হয়েছিল তবুও এতো লোকের দেখভাল এর জন্য সঠিক কোনো পদক্ষেপ নেয়া হয় নি বলে অনেকে মনে করছেন।