This Article is From Nov 18, 2019

কেদারনাথের পর বদ্রিনাথ, ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হল মন্দিরের দরজা

Badrinath Temple: ঐতিহ্যবাহী প্রার্থনার পরে বিকেল ৫.১৩ নাগাদ হিমালয়ের কোলে অবস্থিত বিখ্যাত এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়

কেদারনাথের পর বদ্রিনাথ, ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হল মন্দিরের দরজা

এপ্রিল-মে মাসে ফের গ্রীষ্মকালের শুরু হলেই এই মন্দিরের দরজা আবার খুলে দেওয়া হবে

দেহরাদুন:

ভক্তদের জন্য বন্ধ হয়ে গেল গাড়ওয়াল হিমালয়ের (Garhwal Himalayas) বদ্রিনাথের (Badrinath) দরজা। হিমালয়ে প্রবল শীত পড়ার জন্য রবিবার থেকেই ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হল মন্দির। ঐতিহ্যবাহী প্রার্থনার পরে বিকেল ৫.১৩ নাগাদ হিমালয়ের কোলে অবস্থিত বিখ্যাত এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় বলেই জানিয়েছে বদ্রিনাথ-কেদারনাথ মন্দির সমিতির (Badrinath-Kedarnath Mandir Samiti) এক সূত্র।

আরও পড়ুনঃ হিমালয়ের কোলে ভক্তদের জন্য বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দিরের দরজা

চরম শীতের কারণে ভক্তদের জন্য প্রতি বছরই অক্টোবরে-নভেম্বর মাসে গাড়ওয়াল হিমালয়ের চারটি তীর্থস্থান বন্ধ করে দেওয়া হয়। সেই গাড়ওয়াল হিমালয়েরই চারধামের অন্যতম বদ্রিনাথের দরজাও বন্ধ হয়ে গেল শীতের কারণে।

এপ্রিল-মে মাসে ফের গ্রীষ্মকালের শুরু হলেই এই মন্দিরের দরজা আবার খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।

ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বাকি তিন ধাম। হিমালয়ের কোলে তিনটি মন্দির অর্থাৎ কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর দরজা ভক্তদের জন্য ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বদ্রিনাথ মন্দির বন্ধের ফলে বার্ষিক ‘চারধাম' যাত্রা বা তীর্থযাত্রার সমাপ্তি চিহ্নিত হয়েছে।

.