This Article is From Mar 29, 2019

এক মাসের মধ্যে পেশ করা হবে নারদা মামলার চার্জশিট, হাইকোর্টকে জানাল সিবিআই

তৃণমূলের এক সাংসদ অপরূপা পোদ্দার এই নারদা মামলার বর্তমান অবস্থাটি জানার জন্য একটি পিটিশন দাখিল করেছিলেন।

এক মাসের মধ্যে পেশ করা হবে নারদা মামলার চার্জশিট, হাইকোর্টকে জানাল সিবিআই

এক মাসের মধ্যেই নারদা মামলার চার্জশিট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবে সিবিআই।

কলকাতা:

যদি সমস্ত প্রক্রিয়া যথাযথভাবে চলে, তাহলে আগামী এক মাসের মধ্যেই নারদা মামলার চার্জশিট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবে সিবিআই। বিচারপতি জয়মাল্য বাগচীর আদালতকে অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দ বলেন, এই মামলাটির চার্জশিট তৈরি করার একদম চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে রয়েছে সিবিআই। উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেলেই আগামী একমাসের মধ্যে জমা পড়ে যাবে চার্জশিট। এই অনুমতিটির প্রয়োজন, তার কারণ, এই মামলাটির সঙ্গে একাধিক সাংসদ ও বিধায়কের নাম জড়িয়ে রয়েছে। তৃণমূলের এক সাংসদ অপরূপা পোদ্দার এই নারদা মামলার বর্তমান অবস্থাটি জানার জন্য একটি পিটিশন দাখিল করেছিলেন। তার শুনানিতেই এই কথাটি জানা যায়। প্রসঙ্গত, নারদার টেপে অপরূপা পোদ্দারকেও ঘুষ নিতে দেখা গিয়েছিল।

সারদা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে ধমক খেল সিবিআই

সিবিআই-এর আইনজীবী কৌশিক চন্দ বলেন, নারদা নিজের সম্পাদক ম্যাথু স্যামুয়েলের পেশ করা রেকর্ডিং-টি'র ফরেনসিক রিপোর্ট এবং যে মোবাইল ফোনের সাহায্যে ভিডিওগুলি করা হয়েছিল, সেটি খোলার কোডটি এখনও তাদের হাতে আসেনি।

তবে, যথাসময়ে এই দুই সূত্র যদি হাতে নাও আসে, তবুও অন্যান্য সমস্ত প্রমাণের ওপর ভিত্তি করেই এই সময়ের মধ্যেই চার্জশিট ফাইল করে দেবে সিবিআই।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.