This Article is From Jun 28, 2018

মুম্বাইতে অগ্নিদগ্ধ চাটার্ড বিমান, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল বিভাগ

প্রাপ্ত খবর অনুসারে নিহতের সংখ্যা 5

প্লেন কিং এয়ার সি90 - ছিল উত্তর প্রদেশ সরকারের

মুম্বাই:

মুম্বাইয়ের খালি অঞ্চলে একটি চাটার্ড বিমানে আগুন লেগে গেল।এই প্লেনে পাইলট সহ ছিলেন মোট পাঁচজন।দমকলবাহিনী দুর্ঘটনাগ্রস্ত বিমানটি থেকে দুটি অগ্নিদগ্ধ শরীর টেনে বার করেছে। প্রাথমিক সূত্র থেকে জানা গিয়েছে, বিমানটি মাটিতে নামার ঠিক আগের মুহূর্তেই আচমকা আগুন লেগে যায় তাতে। আশেপাশের এলাকা কালো ধোঁয়ায় ভরে যাওয়ার ছবি উঠে এসেছে টুইটারে।

কিং এয়ার সি90 টার্বোপ্রপ বিমানটি ছিল উত্তর প্রদেশ সরকারের। ঘাটকোপারের সর্বদয় নগরের কাছে বিমানটিতে আগুন লেগে যায়। একটি নির্মীয়মাণ ইমারতের কাছে এই ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থলে বহু দমকল বাহিনী পৌঁছে গিয়েছে। এই বিমানে বারোটি বসার আসন ছিল। 

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি জুহু এয়ারপোর্ট থেকে টেস্টিং-এর জন্য উড়েছিল, আর তখনই তাতে আগুন লেগে যায়।
  

 

.