This Article is From Jun 15, 2018

পশ্চিমবঙ্গের 2018 মেডিকেল কাউন্সিলিং শুরু হবে শীঘ্রই: বিস্তারিত জানুন এখনই

9 জুন থেকে স্নাতকোত্তর চিকিৎসা ও ডেন্টাল স্টেট কোটা এবং বেসরকারি কলেজ পরিচালনার কোটা আসনের জন্য মেডিকেল প্রাক-কাউন্সেলিং এবং কাউন্সিলিং শুরু করবে।

পশ্চিমবঙ্গের 2018 মেডিকেল কাউন্সিলিং শুরু হবে শীঘ্রই: বিস্তারিত জানুন এখনই

এই বছর 58,157 প্রার্থীর মধ্যে 55,888 জন পরীক্ষায় বসে এবং তার মধ্যে 32,742 জন ছাত্র-ছাত্রী কাউন্সিলিংয়ের পাস করে

নিউ দিল্লি: পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মেডিকেল শিক্ষা অধিদপ্তর 19 জুন থেকে স্নাতকোত্তর চিকিৎসা ও ডেন্টাল স্টেট কোটা এবং বেসরকারি কলেজ পরিচালনার কোটা আসনের জন্য মেডিকেল প্রাক-কাউন্সেলিং এবং কাউন্সিলিং শুরু করবে। NEET পাস করা প্রার্থীরা 6 দিন অবধি অর্থাৎ 24শে জুন অবধি অনলাইনে নিজেদের তথ্য প্রদান করতে পারবে। NEET 2018 পরীক্ষার ফলাফলের ওপর বিচার করে এই গোটা কাউন্সিলিং সংগঠিত হবে।  13ই জুন থেকে মেডিকেল কাউন্সেলিং কমিটি (এমসিসি) ভারতীয় কোটা আসনের অধীনে আসা স্নাতকোত্তর এমবিবিএস এবং বিডিএস প্রার্থীদের কাউন্সিলিং করবে।

পশ্চিমবঙ্গ থেকে  NEET 2018 জন্য এই বছর 58,157 প্রার্থীর মধ্যে 55,888 জন পরীক্ষায় বসে এবং তার মধ্যে 32,742 জন ছাত্র-ছাত্রী কাউন্সিলিংয়ের পাস করে। 

NEET 2018  পরীক্ষা বাংলায় দেওয়ার জন্য প্রায় 27,487 শিক্ষার্থী নিজেদের নিবন্ধিত করে।

পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলিং 2018: গুরুত্বপূর্ণ দিন

NEET UG 2018 পরীক্ষার পাস করা প্রার্থীরা অনলাইনে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় কোটা / অথবা ম্যানেজমেন্ট কোটা 2018-তে ফর্ম ফাইল করতে পারবে।- অনলাইনে ফি প্রদান প্রথম ধাপ - স্লিপ তৈরির মাধ্যমে হবে গোটা যাচাই পর্ব: 19শে জুন 12টা থেকে 24 শে জুন, 2018 মাঝরাত অবধি  পর্যন্ত  চলবে এই প্রক্রিয়া।

রবিবার বা ছুটির দিন ছাড়া 20জুন সকাল থেকে 26শে জুন 2018  সকাল  8টা থেকে 4টে অবধি প্রার্থীদের সরাসরি যাচাইপর্ব এবং মূল নথিপত্র পরীক্ষা করা হবে। 
29 জুন 2018 থেকে 3রা জুলাই 12টা থেকে 3টে অবধি, অনলাইন রেজিস্ট্রেশন অনুসরণ করে প্রার্থীদের ভর্তি নাম্বার উল্লিখিত তালিকায় উপস্থিত থাকবে।
প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ: 5 জুলাই বিকেল 4টের পর প্রকাশ হবে।  

পশ্চিমবঙ্গের মেডিক্যাল কাউন্সিলিং বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রয়োজনে আরও পরামর্শ দেওয়ার জন্য আরো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আর বিস্তারিত তথ্যের জন্য কোন ব্যক্তিগত লোকের সাথে যোগাযোগ না করে ঘন ঘন ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হয়েছে। 
 
.