This Article is From Mar 25, 2020

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত মুম্বইয়ের বিখ্যাত শেফ ফ্লয়েড কার্ডোজ

মুম্বইয়ের বিখ্যাত শেফ ফ্লয়েড কার্ডোজ প্রয়াত হয়েছেন। তাঁর শরীরে মিলেছে নোভেল করোনা ভাইরাস।

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত মুম্বইয়ের বিখ্যাত শেফ ফ্লয়েড কার্ডোজ

গত ১৮ মার্চ শরীরে জ্বর নিয়ে নিউ ইয়র্কের এক হাসপাতালে ভর্তি হন তিনি।

হাইলাইটস

  • করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের বিখ্যাত শেফ ফ্লয়েড কার্ডোজ প্রয়াত
  • বুধবার তাঁর পরিবার একথা জানিয়েছে
  • গত ১৮ মার্চ নিউ ইয়র্কের এক হাসপাতালে ভর্তি হন তিনি

বিখ্যাত শেফ ফ্লয়েড কার্ডোজ (Floyd Cardoz)  প্রয়াত হয়েছেন। তাঁর শরীরে মিলেছে নোভেল করোনা ভাইরাস (Coronavirus)। বুধবার একথা জানিয়েছে তাঁর পরিবার। নিউ ইয়র্কের এক হাসপাতালে মারা যান ফ্লয়েড। তিনি মুম্বইয়ের দু'টি বিখ্যাত রেস্তোরাঁর মালিক— ‘বম্বে ক্যান্টিন' ও ‘ও পেড্রো'। সম্প্রতি তিনি খুলেছেন আরও একটি রেস্তোরাঁ ‘বম্বে সুইট শপ'।

“সাদা পোশাকে যাঁরা রয়েছেন, ঈশ্বরের মতো”, চিকিৎসকদের হেনস্থা নিয়ে বললেন প্রধানমন্ত্রী

৮ মার্চ পর্যন্ত মুম্বইয়ে ছিলেন কার্ডোজ। এরপর ১৮ মার্চ নিউ ইয়র্কের এক হাসপাতালে ভর্তি হন তিনি। শরীরে জ্বর নিয়ে ওই হাসপাতালে ভর্তি হওয়ার কথা তিনি জানান সোশ্যাল মিডিয়ায়।

বায়োকেমিস্ট হিসেবে প্রশিক্ষিত হওয়ার পর তিনি আবিষ্কার করেছিলেন তাঁর আসল প্রতিভা। সুইৎজারল্যান্ডের কুলিনারি স্কুলে অধ্যয়নের পর তিনি নিউ ইয়র্কে বসবাস শুরু করেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.