Read in English தமிழில் படிக்க
This Article is From Feb 29, 2020

বিধ্বংসী আগুন রুখতে চেন্নাইতে ৩০টি ইঞ্জিন ও দমকলের ৫০০ জন কর্মী

বিধ্বংসী আগুনে পুড়ে খাক চেন্নাইয়ের মাধোভরম এলাকার একটি গুদাম।

Advertisement
অল ইন্ডিয়া

চেন্নাইয়ে আগুন আয়ত্তে আনতে ২০টি দমকল ও ৬টি ফোমের গাড়ি কাজে লেগে আছে।

Highlights

  • চেন্নাইয়ের রাসায়নিক গুদামে বিধংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন
  • শর্টসার্কিট থেকে এই আগুন, প্রাথমিক তদন্তে অনুমান
  • কেমিক্যাল উৎপাদনে ব্যবহার হতো সেই রাসায়নিক
New Delhi:

বিধ্বংসী আগুনে পুড়ে খাক চেন্নাইয়ের (Chennai Fire) মাধোভরম এলাকার একটি গুদাম। শনিবার এলাকার একটি রাসায়নিক (Chemical Warehouse)  গুদামে লেগেছে এই আগুন। এএনআই সূত্রে খবর, ৫ শতাধিক দমকল কর্মী আর প্রায় ৩০টি গাড়ি (30 Fire Tenders) ঘটনাস্থলে আছে। এক ধদমকল আধিকারিক শৈলেন্দ্র বাবু বলেছেন, মেডিক্যাল দ্রব্য তৈরির রাসায়নিক গুদামে লেগেছে আগুন। 

৫০০ জন দমকল কর্মী, প্রায় ৩০টি ইঞ্জিন (দমকল  ও ফোমের গাড়ি মিলিয়ে) ঘটনাস্থলে আছে। একটা বড় অংশের আগুঙ্কে আয়ত্তে আনা গিয়েছে। এদিন জানিয়েছেন তিনি। জানা গিয়েছে আগুনের উৎস সন্ধানে তদন্ত করা হবে। তবে প্রাথমিক অনুমান শটসার্কিট থেকে এই আগুন। 

Advertisement