ওই ব্যক্তির উপর প্রায় ১০ মিনিট ধরে আক্রমণ চালায় দু’টি সিংহ
চণ্ডীগড়: সিংহের চৌহদ্দিতে ঢুকে প্রাণ হারালেন এক ব্যক্তি। আজ সকালেই পাঞ্জাবের মোহালি জেলার ছাটবীর চিড়িয়াখানার লায়ন সাফারির মধ্যে ঢুকে পড়ায় সিংহের কামড়ে প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি। সূত্রের খবর, এই ঘটনার সময় সিংহের সাফারিতে চারটি সিংহ উপস্থিত ছিল। ওই ব্যক্তির উপর প্রায় ১০ মিনিট ধরে আক্রমণ চালায় দু'টি সিংহ।
আজ 'সুপার ব্লাড উলফ চন্দ্রগ্রহণ'! কী এই চন্দ্রগ্রহণের বিশেষত্ব? কোথায় কোথায় দেখা যাবে গ্রহণ?
চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, সাফারির ১২ ফুট উঁচু প্রাচীর ডিঙিয়ে কীভাবে ওই ব্যক্তি সিংহের আস্তানার মধ্যে গিয়ে পড় সেই বিষয়টিই আপাতত তাঁরা খতিয়ে দেখার চেষ্টা করছেন। শুধু প্রাচীরই নয়, প্রাচীরের উপরে একটি কাঁটাতারের বেড়াও ছিল। সূত্রের খবর, সাফারি বাসের চালকেরা পর্যটকদের গাড়িতে করে সাফারি ঘোরাতে গিয়ে ২৫ বছর বয়সী নিহত ওই ব্যক্তিকে দেখতে পান।
দু'বার ভূমিকম্পে কেঁপে উঠল এলাকা
চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেন, “দেহটি কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে।” এই ঘটনার পর পর্যটকদের জন্য সিংহ সাফারি আপাতত বন্ধ হয়ে গিয়েছে।
মহেন্দ্র চৌধুরী জুওলজিকাল পার্ক নামে বিখ্যাত ছাটবীর চিড়িয়াখানাটি ৫০৫ একর জমি জুড়ে বিস্তৃত এবং এখানে ১০০ টিরও বেশি প্রজাতির ১২০০ টিরও বেশি প্রাণি রয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)