This Article is From Oct 23, 2018

ছত্তিশগড়ে কংগ্রেস প্রার্থী বাজপেয়ীর আত্মীয়, মুখ্যমন্ত্রী রমণ সিংয়ের বিরুদ্ধে লড়বেন করুণা

ছত্তিশগড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শক্লাকে প্রার্থী করল কংগ্রেস।

ছত্তিশগড়ে কংগ্রেস প্রার্থী বাজপেয়ীর আত্মীয়, মুখ্যমন্ত্রী রমণ সিংয়ের  বিরুদ্ধে  লড়বেন করুণা

পরের মাসের  12 তারিখ থেকে দুটি পর্যায় বিধানসভা  নির্বাচন হবে  ছত্তিশগড়ে,

হাইলাইটস

  • বাজপেয়ীর ভাইঝি করুণা শক্লাকে প্রার্থী করল কংগ্রেস
  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনন্দগাঁও কেন্দ্র থেকে প্রার্থী হবেন করুণা
  • কয়েক বছর আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন করুণা
নিউ দিল্লি:

ছত্তিশগড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শক্লাকে প্রার্থী করল কংগ্রেস। বিজেপি শসিত  রাজ্যের মুখ্যমন্ত্রী রমণ সিংয়ের বিরুদ্ধে রাজনন্দগাঁও কেন্দ্র থেকে প্রার্থী হবেন বাজপেয়ীর আত্মীয়। এই রাজ্যে বিধানসভা  নির্বাচন হবে  দুটি পর্যায়ে। প্রথম ভোট  হবে পরের মাসের  12 তারিখ। সেদিন ভোট হবে 12 টি  আসনে। তার  মধ্যে  ছ'টি কেন্দ্রের প্রার্থী  ঘোষণা  হয়েছিল আগেই। এবার  বাকি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হল। সেই তালিকায় করুণার নাম রয়েছে।  আজ থেকেই  শুরু হয়ে গেল মনোনয়ন প্রক্রিয়া। কয়েক বছর আগেই বিজেপি ছেড়ে  কংগ্রেসে যোগ দেন  করুণা।  

করুণা ছাড়াও প্রার্থী হিসেবে  গিরয়র জাঙ্গেল, ভূবনেশ্বর সিং বাঘেল, দালেশ্বর সাহুর  নামও ঘোষণা হয়েছে। তিন জন যথাক্রমে খৈরাগড়ম দোনগাগড়  (তফশিলি) এবং দোনগাগড় কেন্দ্র থেকে  কংগ্রেসের টিকিটে লড়ছেন। এছাড়া খুজি থেকে লড়ছেন চান্নি শাহু তফশিলি  উপজাতিদের জন্য  নির্দিষ্ট মহলা- মানপুর কেন্দ্র থেকে লড়বেন ইন্দ্র শাহ মান্ডবি।       

 

.