This Article is From Sep 11, 2018

Chicago trip cancelled: অসাধু চক্রান্ত হয়েছে দাবি মুখ্যমন্ত্রীর

তাঁর শিকাগো সফর বাতিল ঘিরে অসাধু চক্রান্ত হয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Chicago trip cancelled: অসাধু চক্রান্ত হয়েছে দাবি মুখ্যমন্ত্রীর

Chicago trip cancelled: শিকাগোর ওই অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।

হাওড়া:

তাঁর শিকাগো সফর বাতিল ঘিরে অসাধু চক্রান্ত হয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর পূর্তিতে  আয়োজিত সভায় অংশ নিয়ে মঙ্গলবার এ কথাই  বললেন মুখ্যমন্ত্রী। শিকাগোর ওই অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু জুন মাসে আয়োজকদের তরফে চিঠি লিখে মমতাকে জানিয়ে দেওয়া হয় অনুষ্ঠান বাতিল হয়েছে। সে কথা তুলে ধরে মমতা বলেন, ‘আমি শিকাগো যেতে চেয়েছিলাম। কিন্তু কিছু লোকের অসাধু চক্রান্তের জন্য যেতে পারলাম না। ’ এই বিষয়টি যে তাঁর খুব খারাপ লেগেছিল সেটাও জানিয়ে দেন মমতা। এরপর নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সবাই নেতা হতে পারে না। একজন ভাল নেতার জানা উচিত কীভাবে আত্মত্যাগ করতে হয়। ভাল নেতার উচিত দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। সহিষ্ণুতা কাকে বলে সেটা আমাদের হিন্দু ধর্মই শিখিয়েছে। আমি কারও কাছে হিন্দু ধর্ম শিখব না। আমি আমার ধর্মকে  জানি। কিন্তু যখন দেখি কেউ ঠিক করে দিচ্ছে কী খেতে হবে তখন আমার লজ্জা হয়।’      

এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের জন্য 1.5 কোটি টাকা দেবে সরকার। আর নিউটাউনে রাজ্য সরকারের  দেওয়া 10 কোটি টাকায় সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করবে রামকৃষ্ণ মঠ ও মিশন।     

 

.