শুক্লা ২০১৭ সালে একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে আনুকূল্য প্রদর্শন করায় দোষী সাব্যস্ত হয়েছিলেন বিচারকদের একটি প্যানেলে
হাইলাইটস
- হাইকোর্টের বিচারপতি এসএন শুক্লার বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু
- ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সিবিআইকে অনুমতি দিলেন তদন্তের
- এই প্রথম একজন কর্মরত বিচারপতিকে জেরা করবে সিবিআই
নয়াদিল্লি: ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ( Chief Justice of India Ranjan Gogoi ) সিবিআইকে (CBI) অনুমতি দিলেন, হাইকোর্টের এক বিচারপতি এসএন শুক্লার বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু করতে। শুক্লা ২০১৭ সালে একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে আনুকূল্য প্রদর্শন করায় দোষী সাব্যস্ত হয়েছিলেন বিচারকদের একটি প্যানেলে। এই প্রথম একজন কর্মরত বিচারপতিকে জেরা করবে সিবিআই। দেশের প্রধান বিচারপতির সম্মতি ছাড়া এটা করা যায় না। পূর্ববর্তী প্রধান বিচারপতি দীপক মিশ্র বিচারপতি শুক্লাকে পদত্যাগ বা স্বেচ্ছাবসর নিতে বলেছিলেন। বিচারপতি গগৈ গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে বিচারপতি শুক্লাকে ‘অভিযুক্ত' করার জন্য সংসদে একটি পদক্ষেপের আর্জি জানান।
২০১৭ সালে বিচারপতি শুক্লার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করার জন্য তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বিচারপতিদের একটি প্যানেল গঠন করেন। তাঁদের তদন্ত করে দেখতে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতি শুক্লা পক্ষপাতিত্ব দেখিয়েছেন কিনা।
উন্নাও কাণ্ডের নিগৃহীতার দুর্ঘটনায় বিজেপির কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে মামলা করল সিবিআই
অভিযোগ, বিচারপতি শুক্লা তাঁর নিজের বেঞ্চের নির্দেশে হাতে লিখে সংশোধন করেছিলেন। সুপ্রিম কোর্ট লখনউয়ের জিসিআরজি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ২০১৭-১৮ সালের পড়ুয়া ভর্তি নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করার ব্যাপারে জানায় হাইকোর্টকে। ওই মেডিক্যাল কলেজটিকে সরকারের তরফে ছাত্রছাত্রী ভর্তি নিতে নিষেধ করা হয়েছিল। অভিযোগ ছিল সেখানকার পরিকাঠামো নিম্নমানের এবং প্রয়োজনীয় শর্তও পালন করা হচ্ছে না।
দুর্ঘটনার ২ সপ্তাহ আগেই হুমকির ব্যাপারে প্রধান বিচারপতিকে জানিয়েছিল উন্নাওয়ের নিগৃহীতা
মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার আবেদনের ভিত্তিতে পরিবর্তিত হাইকোর্ট নির্দেশিকাটি বেআইনি ঘোষণা করে সুপ্রিম কোর্ট।
পরে বিচারপতিদের প্যানেলে দোষী সাব্যস্ত হন শুক্লা। প্যানেলের তরফে জানানো হয় অভিযুক্ত বিচারপতি আদালতের অবমাননা করেছেন।