জম্মু ও কাশ্মীরে আসতে পারেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। (ফাইল)
নয়াদিল্লি: ভারতের প্রধান বিচারপতি (Chief Justice of India) রঞ্জন গগৈ (Ranjan Gogoi) সোমবার জানিয়ে দিলেন, তিনি জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) আসবেন যদি প্রয়োজন পড়ে। এক শিশু অধিকার কর্মীর অভিযোগ, তাঁরা জম্মু ও কাশ্মীর হাইকোর্টের দ্বারস্থ হতে পারছেন না। বিষয়টি খতিয়ে দেখতে তিনি জম্মু ও কাশ্মীরে আসতে পারেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। শীর্ষ আদালতে শুনানি হয় শিশু অধিকার কর্মী এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, রাজ্যে ছয় থেকে আঠেরো বছরের শিশু থেকে কিশোরীদের কাঠিন্যের মুখোমুখি হতে হচ্ছে। জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস' তুলে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দু'ভাগে বিভক্ত করার পদক্ষেপ করার পর থেকেই রাজ্যে চলছে আংশিক নিষেধাজ্ঞা।
শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, এই বিষয়টি হাইকোর্টও খতিয়ে দেখতে পারে। এরপর এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘‘হাইকোর্টে যাওয়াটা কঠিন হয়ে গিয়েছে।''
এরপর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘‘জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাওয়া কেন কঠিন হয়ে গিয়েছে? কেউ কি পথে বাধা হচ্ছে? আমরা জানতে চাই প্রধান বিচারপতির (হাইকোর্টের ) থেকে। প্রয়োজন পড়লে আমি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাব।''
সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি রিপোর্ট জমা দিতে বলে। জানানো হয়, ‘‘অভিযোগকারী অভিযোগ জানিয়েছেন, হাইকোর্টের দ্বারস্থ হওয়া গুরুতর ভাবে প্রভাবিত।''
রঞ্জন গগৈ বলেন, ‘‘রিপোর্ট পাওয়ার পরে আমি জম্মু ও কাশ্মীরে যাব।''