This Article is From Oct 18, 2019

বিচারপতি অরবিন্দ বোবদেকে পরবর্তী প্রধান বিচারপতি করার সুপারিশ প্রধান বিচারপতির: সূত্র

ভারতের প্রধান বিচারপতি (Chief Justice of India) রঞ্জন গগৈ কেন্দ্রকে জানালেন, তাঁর পরে ভারতের প্রধান বিচারপতি হওয়া উচিত বিচারপতি শরদ অরবিন্দ বোবদের।

বিচারপতি অরবিন্দ বোবদেকে পরবর্তী প্রধান বিচারপতি করার সুপারিশ প্রধান বিচারপতির: সূত্র

মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন শরদ অরবিন্দ বোবদে।

নয়াদিল্লি:

ভারতের প্রধান বিচারপতি (Chief Justice of India) রঞ্জন গগৈ (Ranjan Gogoi) সরকারকে লিখে জানালেন, তাঁর পরে ভারতের প্রধান বিচারপতি (Chief Justice) হওয়া উচিত বিচারপতি শরদ অরবিন্দ বোবদের। জানা যাচ্ছে, ওই চিঠিতে রঞ্জন গগৈ লেখেন যে, সরকারের উচিত বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে পরবর্তী প্রধান বিচারপতি করার প্রক্রিয়া শুরু করতে। রঞ্জন গগৈ-এর পরে প্রবীণত্বের বিচারে ভারতের দ্বিতীয় বর্ষীয়ান বিচারপতি বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন। ১৯৫৬ সালের ২৪ এপ্রিল নাগপুরে জন্ম। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

অসম এনআরসির কো-অর্ডিনেটরকে মধ্যপ্রদেশে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

২০০০ সালে তিনি অতিরিক্ত বিচারপতি হন বোম্বে হাইকোর্টে। ২০১২ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হন।

তিনি সুপ্রিম কোর্টে উন্নীত হন ২০১৩ সালের এপ্রিলে।

.