Mamata Banerjee: পশ্চিমবঙ্গের কর মকুবের প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী (ফাইল চিত্র)
হাইলাইটস
- ২৫ হাজার কোটির ত্রাণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
- পাশাপাশি রাজ্যের করও মকুব করা হোক, অনুরোধ করেন মুখ্যমন্ত্রী
- লকডাউনের কারণে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব আদায় পুরোপুরি বন্ধ, লেখেন মমতা
কলকাতা: করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্গে লড়ার জন্যে রাজ্যের হয়ে ২৫ হাজার কোটি টাকার ত্রাণ সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের (West Bengal) জনগণকে বিনামূল্যে রেশন সরবরাহের জন্যে এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাওয়ার জন্যে এই মুহূর্তে রাজ্য সরকারের বিপুল টাকার প্রয়োজন। সেই জন্যেই কেন্দ্রীয় সরকারকে ওই আর্থিক সহায়তার (Financial Aid From Centre) জন্যে অনুরোধ করলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, লকডাউনের ফলে কল-কারখানা সব বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের রাজস্ব আদায় প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে বহু রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পুরো বেতন ও পেনশন দিতে পারছে না। সেই পরিস্থিতিতেও কিন্তু পুরো বেতন দিয়েছে পশ্চিমবঙ্গ। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পশ্চিমবঙ্গ সরকারের "COVID-19 মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্যে" কেন্দ্রের সহায়তার খুবই প্রয়োজন।
দেশে করোনায় ছোবলে মৃত মোট ৫০, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ জনের, আক্রান্ত ১৯৬৫
"অন্যান্য অনেক রাজ্যের মতো আমাদের রাজ্যেও সঙ্কটজনক আর্থিক অবস্থা তৈরি হয়েছে। সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে বাস্তবে কোনও রাজস্বই আদায় হচ্ছে না। তবুও আমরা এই মাসে কোনওমতে সরকারী কর্মচারীদের বেতন, মজুরি এবং পেনশন দিতে পেরেছি। দেশের কয়েকটি বড় রাজ্যও এটা করতে পারেনি। শুধু তাই নয়, পূর্ববর্তী সরকারের বিশাল ঋণের ভার সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত পরিষেবা দিতে পেরেছি, তবে ভবিষ্যতে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা", প্রধানমন্ত্রীকে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
"এই পরিস্থিতির মধ্যে আমরা রাজ্যের শিশুকন্যা, পড়ুয়া, কৃষক, অসংগঠিত শ্রমিক, দুর্বল শ্রেণির মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষদের প্রতি আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। প্রায় ৯ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতিও রাখতে হবে আমাদের। তাই এই পরিস্থিতিতে আমাদের সাহায্যের প্রয়োজন", লেখেন তিনি।
লকডাউন উপেক্ষা করেই কলকাতার মিষ্টির দোকানগুলোতে উপচে পড়া ভিড়
রাজ্যের কর মকুবের প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাছ থেকে রাজ্যের যা প্রাপ্য, তার থেকে ১১ হাজার কোটি টাকা আগেই কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরেও বাজেট বরাদ্দ অনুযায়ী যে ৩৬ হাজার কোটি টাকা রাজ্য পাবে, সে টাকা এখনই দিয়ে দেওয়া হোক বলেও অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।