This Article is From Dec 26, 2019

মাফ্‌লার নিয়ে করা রসিক প্রশ্নে, অরবিন্দ কেজরিওয়ালের জবাব এবং পরামর্শ

দিল্লিবাসীকে সুস্থ থাকার পরামর্শ দিতে তিনি বলেন, 'খুব ঠাণ্ডা। সবাই সাবধানে থাকবেন।'

মাফ্‌লার নিয়ে করা রসিক প্রশ্নে, অরবিন্দ কেজরিওয়ালের জবাব এবং পরামর্শ

দিল্লির মুখ্যমন্ত্রীর থেকে এমন জবাব পেয়ে বেশ খুশি নেটিজেনরা।. (ফাইল ছবি)

এখনও মাফলার কেন বাইরে আসেনি? বাইরে তো খুব ঠাণ্ডা! রসিকতা করে দিল্লির মুখ্যমন্ত্রীকে জনৈক অরুণ অরোরার করা এই টুইটের জবাব সপ্রতিভ ভাবেই দিলেন অরবিন্দ কেজরিওয়াল। জাতীয় রাজনীতিতে 'মাফলার ম্যান' হিসেবে পরিচিত অরবিন্দ কেজরিওয়াল। আড়ালে তাঁকে অনেকে সে নামেই ডাকে। এবার অতি উৎসাহী অরুন অরোরা ঘুরিয়ে তাঁর সঙ্গে রসিকতা করেন। সে টুইটে প্রশ্ন করেন, "স্যার, জনতা তো প্রশ্ন করছে। এবছর এখনও মাফলার বাইরে আসেনি? বাইরে তো খুব ঠাণ্ডা।" তিনি একটুও রেগে না গিয়ে পাল্টা টুইটে লিখেছেন, বহুদিন আগে মাফলার বেরিয়েছে। মানুষই খেয়াল করেনি। পাশাপাশি দিল্লিবাসীকে সুস্থ থাকার পরামর্শ দিতে তিনি বলেন, 'খুব ঠাণ্ডা। সবাই সাবধানে থাকবেন।' দিল্লির মুখ্যমন্ত্রীর থেকে এমন জবাব পেয়ে বেশ খুশি নেটিজেনরা। সঞ্জীব সারথি বলে একজন ওই টুইটের নীচে লিখেছেন, জনতার মুখ্যমন্ত্রী। খুব ভালো মুখ্যমন্ত্রী।শিরিসা রায় নাম এক তরুণীর আবার আবদার, "স্যার, জনতার দাবি মেনে একটা মাফলার পরা ছবি পোস্ট করুন তো।"

অরবিন্দ কেজরিওয়ালের উত্তরে মুগ্ধ সবাই, ৩২,০০০ লাইক পড়েছে সেখানে

এবছর দিল্লি সবচেয়ে বেশি শৈত্য প্রবাহ অনুভব করছে। গত কয়েকদিন ধরে ৬ ডিগ্রির নীচে পারদ। তার মধ্যে এই টুইট-আলাপ বেশ মজাদার বলে মত ওয়াকিবহাল মহলের। দিল্লির মুখ্যমন্ত্রীর অল্প ঠাণ্ডাতেই সর্দি-কাশির সমস্যা আছে। তাই ঠাণ্ডা থেকে বাঁচতে তিনি মাফলারে কান, গলা ঢেকে রাখেন, বলেছে আপের একটি সূত্র।

Click for more trending news


.