Read in English
This Article is From Mar 22, 2019

বিজেপির সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক দল করুক আরএসএস: অশোক

আরএসএসকে তীব্র কটাক্ষ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী  অশোক  গেহলত। তিনি বলেন আরএসএস পৃথক সংবিধানের মতো কাজ করছে।

Advertisement
অল ইন্ডিয়া

আরএসএসের উচিত বিজেপির সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক দল গঠন করাঃ অশোক

Highlights

  • আরএসএসকে তীব্র কটাক্ষ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত
  • তিনি বলেন আরএসএস পৃথক সংবিধানের মতো কাজ করছে
  • বিজেপির সঙ্গে যুক্ত হয়ে আরএসএসের রাজনৈতিক দল গঠন করা উচিত
জয়পুর:

আরএসএসকে (RSS) তীব্র কটাক্ষ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী  অশোক  গেহলত। তিনি বলেন আরএসএস পৃথক সংবিধানের (constitution) মতো কাজ করছে। তাদের উচিত বিজেপির সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক দল গঠন করা।  আরএসএসের সম্মতি ছাড়া কেউ মন্ত্রী হতে পারে না। এখনকার  সরকাররে উপর আরএসএসের প্রভাব  পৃথক  সংবিধানের মতো। তাই ওদের  উচিত বিজেপির সঙ্গে  যুক্ত হয়ে রাজনৈতিক দল  গঠন  করা। ইতিহাসের উপাখ্যান তুলে  ধরে  তিনি  বলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল  আরএসএসকে  নিষিদ্ধ ঘোষণা  করেছিলেন। তখন তারা নিজেদের পরিচয়  দিত  সাংস্কৃতিক সংগঠন হিসেবে। গেহলত মনে  করেন নিজেদের দেওয়া  কথা রক্ষা করা উচিত আরএসএসের।

প্রথম পর্যায়ের প্রার্থী তালিকায় দল বদল করা নেতাদেরই গুরুত্ব দিল বিজেপি

স্বাভাবিক কারণেই কংগ্রেসের প্রায় সব নেতা আরএসএসকে আক্রমণ  করে থাকেন। সভাপতি রাহুল গান্ধীকে মাঝে  মধ্যেই  বলতে  শোনা যায় তাঁদের লড়াইটা আরএসএস এবং  বিজেপির আদর্শের বিরুদ্ধে। আরএসএস এবং বিজেপিকে  পরাস্ত করাই কংগ্রেসের লক্ষ্য।                             

Advertisement

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement