Read in English
This Article is From Jul 02, 2020

কার সঙ্গে চলে যাবে মা, জানতে বিবিসির ইন্টারভিউ থামালো খুদে! দেখুন ভিডিও

এই ভিডিও বিবিসির পুরনো এক কাহিনী মনে করিয়ে দিল। লেখেন এক নেটিজেন

Advertisement
অফবিট Edited by

বিবিসির সাক্ষাৎকার চলাকালীন এই কাণ্ড ঘটায় সেই খুদে।

লাইভ সাক্ষাৎকারে বিঘ্ন। বাধ্য হয়ে মাঝপথেই থামতে বাধ্য হলেন অ্যাঙ্কর (BBC live interview interrupted)। তবে কোনও প্রাযুক্তিক ত্রুটি নয় বরং এক শিশুর বাধায় বন্ধ করা হয় সেই লাইভ সাক্ষাৎকার। সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিবিসির অ্যাঙ্কর  ক্রিশ্চিয়ান ফ্রেজার  সাক্ষাৎকার নিচ্ছিলেন চিকিৎসক ক্লেয়ার ওয়েনহামের। সেই সময় হামলে পড়ে ওই চিকিৎসকের মেয়ে। আর তার শিশুসুলভ আচরণে অ্যাঙ্কর বাধ্য হন সেই সাক্ষাৎকার মাঝপথে থামাতে। জানা গিয়েছে, ছোট সেই শিশু স্কারলেটের আবদার ছিল, সে দেখতে চায় মা কার সঙ্গে কথা বলছে। আর এই আবদার মেটাতে গিয়ে বাঁধে বিপত্তি। ইন্ডেপেনডেন্ট সূত্রে খবর, চিকিৎসক ক্লেয়ার লন্ডন স্কুল অফ ইকনমির (Londin School of economics) বিশ্ব স্বাস্থ্য কমিটির সদস্য। করোনা ভাইরাস ও লকডাউন (Locdown Affect) প্রসঙ্গেই তাঁর সাক্ষাৎকার চলছিল। সেই সময় পিছনে এসে হাজির হয় স্কারলেট। তার মনোসংযোগ নষ্ট করতে স্কারলেটকে ওই চিকিৎসক বলেন, দেখো নীচের তাঁকে তোমার জন্য কী আছে। কারণ ক্লেয়ার জানতেন সেই ইউনিকর্ন পেয়ে চলে যাবে মেয়ে। কিন্তু হঠাৎ করেই সেই খুদে চেচিয়ে ওঠে। আর প্রশ্ন করে, "মাম্মি ওর নাম কী? ওর নাম কী? তুমি ওর সঙ্গে আমায় ছেড়ে কোথায় যাওয়ার কথা বলছো?" এই প্রশ্ন শুনেই হেসে ফেলেন ওই অ্যাঙ্কর।

মেয়ের এই কীর্তিতে যারপরনাই বিব্রত হয়ে চিকিৎসক ক্লেয়ার ক্ষমা চান। কিন্তু বিষয়টি বেশ মজাদার ও বাচ্চাসুলভ। এমনটা বলেই সাক্ষাৎকারে ইতিমধ্যে টানলেন ওই নিউজ অ্যাঙ্কর। পরে বিবিসি সেই ভিডিও টুইটারে পোস্ট করলে ভালোবাসার বন্যায় ভরে যায় স্কারলেটকে। দেখুন সেই ভিডিও:

পোস্টের কয়েকঘণ্টার মধ্যে প্রায় তিন মিলিয়ন ভিউজ পেয়েছে সেই ভিডিও।

এই ভিডিও বিবিসির পুরনো এক কাহিনী মনে করিয়ে দিল। লেখেন এক নেটিজেন।

২০১৭ সালে প্রফেসর রবার্ট কেলির সাক্ষাৎকার চলাকালীন এইভাবে হাামলে পড়েছিল তাঁর দুই সন্তান। সেই ভিডিও ভাইরাল  হয়েছিল 

Advertisement