Viral Video: নদীর পাড়ে মাছেদের সঙ্গে কেলিতে মশগুল এক শিম্পাঞ্জি।
হাইলাইটস
- জলাশয়ের পাশে বসে মাছেদের সঙ্গে কেলিতে ব্যস্ত এক শিম্পাঞ্জি
- আইএফএস কর্তা সুশান্ত নন্দার এই ভিডিও বেশ ভাইরাল
- নেটিজেনদের মধ্যেও সাড়া ফেলেছে সেই ভিডিও
জলাশয়ের পাশে বসে দিব্যি মাছেদের চার দিচ্ছে এক শিম্পাঞ্জি (Chimpanzee)। আইএফএস আধিকারিক সুশান্ত নন্দার এই পোস্ট এখন ভাইরাল। যাতে দেখা গিয়েছে; মানুষের মতোই জলকেলি করছে আর খাবার দিচ্ছে সেই শিম্পাঞ্জি। এই ভিডিও প্রসঙ্গে আইএফএস কর্তা (IFS Officer Sushant Nanda) লিখেছেন; শিম্পাঞ্জি মানুষের মতোই। মানসিক চাপ কমাতে মাছেদের সঙ্গে খেলা করে আর খাবার দেয়। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। পোস্টের পরপরই ভাইরাল হয়েছে এই ভিডিও (Viral Video)। শিম্পাঞ্জির এই শান্ত স্বভাব দেখে বিস্মিত অনেক নেটিজেন। যেভাবে কাঠের হাঁটুতে বসে মানুষের মতোই আচরণ করছে ওই প্রাণী; তা দেখে কিছুটা হলেও বিনোদন পেয়েছে নেটদুনিয়া।
দেখুন সেই ভিডিও:
১৪ সেকেন্ডের এই ভিডিও এই ভিডিও এখনও পর্যন্ত ৩০ হাজার ভিত পেয়েছে। ৪০০'র বেশী লাইক আর ৮০০'র বেশী রিটুইট করা হয়েছে সেই ভিডিও। এক নেটিজেন লিখেছেন; "শুধু মাছ নয়, গোর্কি খাইয়ে আমি বেশ হালকা অনুভব করি। অবলা সব প্রাণী আর আর্তদের মুখে খাবার তুলে দেওয়ার মধ্যে শান্তি আলাদা।"
একজন লিখেছেন; "একটা সংশোধন আছে। আমরা মানুষরাও ২% শিম্পাঞ্জি আর ৯৮% দানব।" দেখুন সেই টুইট:
Click for more
trending news