This Article is From Sep 12, 2018

এবার কলকাতা থেকে সোজা ট্রেনে চেপে চিন?

কলকাতা  থেকে কুমিংয়ের মধ্যে বুলেট ট্রেন পরিষেবা চালু করতে চায় চিন।

এবার কলকাতা থেকে সোজা ট্রেনে চেপে চিন?

Train to china : যাত্রাপথে বাংলাদেশ এবং  মায়ানমারকেও জুড়তে চায় তারা।

কলকাতা:

কলকাতা  থেকে কুমিংয়ের মধ্যে বুলেট ট্রেন পরিষেবা চালু করতে চায় চিন। কলকাতায়   সে দেশের রাষ্ট্রদূত মা ঝানউ বুধবার এই ঘোষণা করেছেন।

যাত্রাপথে বাংলাদেশ এবং  মায়ানমারকেও জুড়তে চায় তারা। রাষ্ট্রদূত জানান ভারত এবং চিনের যৌথ উদ্যোগে এই রেল পরিষেবা চালু করতে চায় তাঁর দেশ।

তিনি বলেন, ‘ এই রেল চালু হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে কুমিং পৌঁছে যাওয়া যাবে।

তাঁর মনে হয় এই রেল পথ   চালু হলে সুবিধা হবে সকলের। লাভবান হবে মায়ানমার এবং বাংলাদেশও।  তিনি জানান এই  2,800 কিমি রেল পথকে কেন্দ্র করে শিল্পায়নের সম্ভবনাও বাস্তবায়িত হবে।

 

.