This Article is From Jul 30, 2018

পরিচ্ছন্নতা প্রমাণ করতে ইউরিনাল থেকে খাবার খেলেন কর্মচারিরা

ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে পরিচ্ছন্নতার পরিচয় দিতে ইউরিনাল থেকেই খাবার খেলেন ওই চিনা সংস্থার কর্মচারীরা

পরিচ্ছন্নতা প্রমাণ করতে ইউরিনাল থেকে খাবার খেলেন কর্মচারিরা

কোম্পানির ডেপুটি চিফ জেনারেল ইউরিনালের মধ্যে খাবার রেখে খেলেন সেটি

চিন:

ভারতের স্বচ্ছতা নিয়ে নানান মিশনের কথা তো জানিই আমরা। চিনের একটি সংস্থা স্বাচ্ছতের পরিচয় দিতে যা করল তা আমাদের মাথাতেও বোধহয় আসতে পারে না। অনলাইনে ইতিমধ্যে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে পরিচ্ছন্নতার পরিচয় দিতে ইউরিনাল থেকেই খাবার খেলেন ওই চিনা সংস্থার কর্মচারীরা। শুধু তাই না, টয়লেটের মধ্যেই  ডাইনিং টেবিল বসিয়ে খাওয়াদাওয়াও করেন কর্মচারীরা।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার ইউরিনালের ভিতর খাবার রেখে হাত দিয়ে তা মেশাচ্ছেন। “আমি প্রায় 20 বার এমনটা করেছি, এবার আমি খেয়েও দেখাতে চাই আমাদের টয়লেট আসলে কতখানি পরিষ্কার।“-বলেন তিনি। তারপর দেখা যায় তিনি সত্যিই ওই খাবারে কামড় দিয়ে ফেললেন। টয়লেটের ভিতরে রাখা একটি ডাইনিং টেবিল থেকে খাবার খেতে দেখা যায় ওই দলটিকে। কার্যত কর্মচারীদের প্রশিক্ষণ দিতেই এমন ঘটনা সেখানে প্রায়ই ঘটে বলে জানা গিয়েছে।

অদ্ভুত এই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

 

সাংহাইস্টের মতে, চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংজু শহরের একটি চা কারখানায় এই ঘটনাটি ঘটেছে। কারখানার দাবি,  গত 25 বছর ধরে অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠানের অংশ ছিল এটি। পরিচ্ছন্নতার মান প্রদর্শন করতেই এমন অদ্ভুত কাণ্ড ঘটান তাঁরা।।

Click for more trending news


.