This Article is From Aug 01, 2019

ভয়াবহ সুনামিতে গুরুতর আহত ৪৪ জন

দুপুরেও যে বিনোদন পার্ক ছিল দর্শনার্থীদের কাছে আনন্দের, বিকেলে সেটাই যেন হয়ে উঠল ভয়াবহ দুঃস্বপ্ন

ভয়াবহ সুনামিতে গুরুতর আহত ৪৪ জন

কিছু মানুষ সাঁতার কেটে পুলের বাইরে বেরিয়ে আসেন

হাইলাইটস

  • উত্তর চিনের একটি ওয়েভ মেশিন রবিবার খারাপ হয়ে গিয়েছিল
  • সুইয়ান ওয়াটার পার্কের অফিসারেরা জানান আচমকাই কাজ বন্ধ করে দেয় মেশিনটি
  • বিকেলের মধ্যেই বিনোদন পার্কটি দুঃস্বপ্নে পরিণত হয় সবার কাছে

দুপুরেও যে বিনোদন পার্ক ছিল দর্শনার্থীদের কাছে আনন্দের, বিকেলে সেটাই যেন হয়ে উঠল ভয়াবহ দুঃস্বপ্ন। গত রবিবার, আচমকাই ওয়েভ মেশিন (wave machine) অকেজো হয়ে প়ড়ায় উত্তর চিনের ( northern China) একটি ওয়াটার পার্কে (waterpark) দেখা দেয় সুনামির মতোই প্রবল জলোচ্ছ্বাস। খবর, হঠাৎ, জলের পরিমাণ বেড়ে গিয়ে সুনামি (tsunami) হওয়ায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন কমপক্ষে ৪৪ জন দর্শনার্থী ( injured at least 44 people)।  .

সি লায়নকে গিলে খাওয়ার চেষ্টা করছে ইয়াব্বড় তিমি, কি হল তারপর? দেখুন সেই বিরল ছবি

চিনের ওই সুইয়ান ওয়াটার পার্কের ভারপ্রাপ্ত অফিসারেরা জানিয়েছেন, আচমকাই খারাপ হয়ে যায় পার্কের ওয়েভ মেশিনটি। ফলে, জলের পরিমাণ হু-হু করে বাড়তে থাকে। খবর পেতেই পার্কের কর্মীরা মেশিন সারানোর কাজ শুরু করেন। কিন্তু ততক্ষণে জমে যাওয়া বাড়তি জল বেরোতে না পারায় ওয়াটার পার্কে দেখা দেয় সুনামি।  

অঘটনের ভিজিও সোশ্যালে শেয়ার হতেই দেখা গেছে, জলের তোড়ে ভেসে যাচ্ছেন বিনোদন পার্কে আসা বহু মানুষ। জল ওয়াটার পার্ক ছাপিয়ে উঠে এসেছে রাস্তায়।  যাঁরা সাঁতারু তাঁরা কোনও মতে নিজেদের বাঁচিয়ে উঠে আসেন। ভয়ে ততক্ষণে আর্তনাদ জুডে় দেন ছোট-থেকে বড় সবাই। একজন মহিলা ঢেউয়ের ধাক্কায় আছড়ে এসে পড়েন রাস্তার ওপর। তাঁর হাঁটু কেটে রক্তারক্তি অবস্থা হওয়ায় দ্রুত নিয়ে যাওয়া হয় স্থআনীয় চিকিৎসা কেন্দ্রে। 

Pink Lady Bandit: গোলাপি হাতব্যাগে বহু ব্যাঙ্ক লুটে গ্রেফতার ডাকাত রানি!

দুর্ঘটনার পরে আপাতত বন্ধ রয়েছে ওয়াটার পার্কটি। কীভাবে এবং কেন ঘটল এই দুর্ঘটনা? খতিয়ে দেখছে প্রশাসন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.