Read in English
This Article is From Mar 17, 2019

ভারতের উদ্বেগ আমরা বুঝি, সমস্যার সমাধান হবে, মাসুদ প্রসঙ্গে মত চিনের রাষ্ট্রদূতের

ভারতের উদ্বেগ আমরা বুঝি, সমস্যার সমাধান হবে, মাসুদ প্রসঙ্গে মত চিনের রাষ্ট্রদূতের। জইশ-ই- মহম্মদের প্রধান মাসুদ আজাহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা  করতে চেয়েছিল ভারত।

Advertisement
ওয়ার্ল্ড

Highlights

  • মাসুদ আজাহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করতে চেয়েছিল ভারত
  • ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত বললেন বিষয়টির সমাধান করে দেওয়া হবে
  • তিনি এও জানান মাসুদ প্রসঙ্গটি পদ্ধতিগত কারণে আটকে আছে

ভারতের উদ্বেগ আমরা বুঝি, সমস্যার সমাধান হবে, মাসুদ প্রসঙ্গে মত চিনের রাষ্ট্রদূতের। জইশ-ই- মহম্মদের (Jaish-e-Mohammad)  প্রধান মাসুদ আজাহারকে  (Masood Azahar) গ্লোবাল টেররিস্ট (Global Terrorist) ঘোষণা  করতে চেয়েছিল ভারত। বাধা হয়ে দাঁড়ায় চিন। এবার ভারতে  নিযুক্ত চিনের রাষ্ট্রদূত বললেন  বিষয়টির সমাধান করে দেওয়া হবে।  তিনি  বলেন, মাসুদ আজাহারের বিষয়টি আমরা বুঝি। আমরা  ভারতের উদ্বেগ বুঝি এবং এই সমস্যা মিটে যাবে  বলে  আশা করি। তিনি এও জানান মাসুদ প্রসঙ্গটি পদ্ধতিগত কারণে আটকে আছে। 

শিরোনাম বদলে প্রধানমন্ত্রীর টুইটারে লেখা হল 'চৌকিদার নরেন্দ্র মোদী'

গত সপ্তাহে জইশ –ই – মহম্মদের প্রধান মাসুদ আজাহারকে গ্লোবাল  টেররিস্ট ঘোষণার ক্ষেত্রে আবার বাধা হয়ে দাঁড়ায় চিন। এ নিয়ে পর পর চার বার বাধা দিল বেজিং। কাশ্মীরে জঙ্গি হানার পর আমেরিকা ব্রিটেন এবং  ফ্রান্স মাসুদকে এই তকমা  দিতে চেয়েছিল। কিন্ত এবারও ভেটো দেয়  চিন। গোটা ঘটনাটিকে দুর্ভাগ্যজনক হিসেবে দেখছে  ভারত। গত ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে তিনটি দেশের আবেদন জমা পড়ে। তা নিয়ে চর্চার পর বুধবার সিদ্ধান্ত  নেওয়ার  কথা ছিল পরিষদের।  এই তকমা পেয়ে গেলে  সন্ত্রাসবাদী কাজ কর্ম চালাতে সমস্যা হত মাসুদের।

Advertisement

কোথাও যাওয়াত করতে সমস্যা হত,  বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে  রাখা টাকা থেকে  শুরু করে  অন্য সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যেত।  সে সময় ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছিল  একটি সদস্য সময় নেওয়ায় এবারও মাসুদকে  গ্লোবাল টেররিস্ট  ঘোষণা করা যায়নি। গোটা ঘটনায় আমরা হতাশ। এর ফলে পুলওয়ামার  জঙ্গি  হানার দায় নেওয়া  জইশ প্রধান মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা করা গেল না। এবার  এ  নিয়ে  অর্থবহ মন্তব্য করলেন চিনের রাষ্ট্রদূত।

 

Advertisement
Advertisement