This Article is From Jun 10, 2020

"কতটা এলাকা চিনের দখলে?" রাহুল গান্ধিকে জবাব দিতে ইউপিএ আমলকে কাঠগড়ায় তুললেন বিজেপি সাংসদ

তিনি বলেন, "ভারতীয় ভূখণ্ডকে ঢুকে এলাকা দখল করে নিল চিন সেনা। ঠিক এই সময় আমাদের প্রধানমন্ত্রী একদম চুপ আর অদৃশ্য।"

ইন্দো-চিন সীমান্ত সমস্যা নিয়ে রাহুল গান্ধির প্রশ্নের জবাব দিলেন লাদাখের বিজেপি সাংসদ।

হাইলাইটস

  • "কতটা এলাকা চিনের দখলে?" রাহুলের টুইটের জবাব দিলেন লাদাখের বিজেপি সাংসদ
  • কাঠগড়ায় তুললেন কংগ্রেস আমলকে। ম্যাপ-সহ ছবি পোস্ট সেই সাংসদের
  • মে মাস থেকে ইন্দো-চিন সীমান্তে পিএলএ'র অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা
নয়াদিল্লি:

প্রতিরক্ষামন্ত্রীর প্রতি রাহুল গান্ধির (Rahul Gandhi on China Aggression) প্রশ্ন ভারতের কতটুকু দখল করেছে চিন? সেই প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন লাদাখের বিজেপি সাংসদ  (Ladakh's BJP MP) জামিয়াং শেরিং নামগিয়াল। বুধবার সেই টুইটের জবাবে ওই বিজেপি সাংসদের কটাক্ষ; "আমার আশা তথ্য ও যুক্তির আশ্রয়ে আমি যে জবাব দেব, তার সঙ্গে সহমত পোষণ করবে রাহুল গান্ধি এবং কংগ্রেস। ওরা চেষ্টা করবেন মানুষকে ভুল পথে চালিত না করতে।" সেই টুইটে তিনি বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও উল্লেখ করেছেন। তিনি একটি তালিকা তুলে ধরেছেন সেখানে উল্লেখ; কংগ্রেসের অধীনে ভারতের যে এলাকা চিনের আগ্রাসনের কবলে। দেখুন রাহুল গান্ধির সেই ব্যাঙ্গাত্মক পোস্ট: 

বিজেপি সাংসদের পাল্টা জবাব ও পয়েন্ট ভিত্তিক তথ্য দেখুন: 
১) আকসাই চিন (৩৭; ২৪৪ বর্গকিমি) ১৯৬২ সাল কংগ্রেস সরকার।

২)  চুমুরে টিয়া পাংনাক এবং চব্জি উপত্যকা প্রথম ইউপিএ'র আমল।

৩) জোরায়র দুর্গ ভেঙে ২০০৮ সালে পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে পিএলএ। তৈরি করে নিউ ডেমচোক এবং ১৩টি নির্মাণ।

৪) প্রাচীন বাণিজ্য কেন্দ্র ডুম চেলে হাতছাড়া হয় ভারতের। সেই সময় দেশে প্রথম ইউপিএ সরকার।

সেই টুইটের সঙ্গে একটা মানচিত্র পোস্ট করেন লাদাখের বিজেপি সাংসদ। যেখানে লাল কালিতে উল্লখ করা কংগ্রেস জমানায় পিএলএ দ্বারা অধিকৃত চিন অধিকৃত ভারতের ভূখণ্ড। দেখুন সেই ছবি:

arheu38

এই টুইটের পরেই ফের একবার কংগ্রেস-সহ রাহুল গান্ধির কটাক্ষের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী রাহুল গান্ধি। তিনি বলেন, "ভারতীয় ভূখণ্ডকে ঢুকে এলাকা দখল করে নিল চিন সেনা। ঠিক এই সময় আমাদের প্রধানমন্ত্রী একদম চুপ আর অদৃশ্য।"
গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব লাদাখ এলাকায় চিনা সেনার আগ্রাসন ঘিরে কেন্দ্রের সরকারকে একহাত নিয়েছে টিম রাহুল গান্ধি। সম্প্রতি বিহারের জন্য করা ভার্চুয়াল জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন; "সীমান্ত সুরক্ষায় ভারতের দক্ষতা বিশ্ববন্দিত। সবাই জেনে গেছে মার্কিন ও ইজরায়েলের পর একমাত্র ভারত পারে সীমান্ত নিশ্ছিদ্র করতে।" অমিত শাহের করা এই মন্তব্যকে কটাক্ষের সুরে বিঁধেছে রাহুল গান্ধি।

.